All News Here

Connect The New World

Sunday, June 26, 2016

চরম হতাশা আর্জেন্টাইন শিবিরে, মেসির পর মাসচেরানোর অবসর ঘোষণা

11:34 PM


স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণার পর তার সতীর্থ
হাভিয়ের মাসচেরানোও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। সোমবার নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার শতবর্ষী ফাইনালে হারের পর অবসর নিলেন আর্জেন্টাইন ফুটবলের এই দুই তারকা। বিস্তারিত আসছে.......

জানতে চান কে কে আপনার ফেসবুক প্রোফাইল ভিসিট করছে?

2:26 AM
আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল, তা কি বের করতে চান?
কিংবা কয়জন আপনার ফেসবুক প্রোফাইলে ঢুঁ মারল বা সর্বশেষ আপলোড করা ছবিটি কারা দেখল, সেটি জানতে চান? ফেসবুক লাইক, শেয়ার, ইমোশন, মন্তব্য দেখার সুযোগ দেয়,
কিন্তু কারা প্রোফাইল দেখে গেল, সেটি জানার সুযোগ দেয় না। কিছু কিছু অ্যাপ ব্যবহার করে অনেকে সেটি বের করার চেষ্টা করেন। কিন্তু অ্যাপের সে ফল ঠিকঠাক হয় না।
সহজ কয়েকটি ধাপ অতিক্রম করলেই জেনে যাবেন আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল সে বিষয়টি।
এ জন্য আপনাকে যা করতে হবে:
১. আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।


২. আপনার টাইমলাইনে গিয়ে রাইট ক্লিক করে ‘ভিউ পেজ সোর্স’ নির্বাচন করুন।


৩. আপনি পুরো কোডভর্তি একটি পেজ পাবেন। বিভ্রান্ত হবেন না। এখান থেকেই কি-বোর্ডে কন্ট্রোল প্লাস এফ বাটন চাপুন। একটি সার্চ অপশন আসবে।
৪. সার্চ অপশন বক্সে ‘InitialChatFriendsList’ টাইপ করুন।
৫. এর পাশে নম্বরের একটি তালিকা পাবেন। আপনার টাইমলাইনে যাঁরা এসেছে তাঁদের ‘আইডি’র তালিকা পাবেন।
৬. ওই ব্যক্তি আপনার প্রোফাইল এসেছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আপনি ‘facebook.com’ সাইটে যান এবং ফেসবুক ডটকমের পাশে স্ল্যাশ চিহ্ন দিয়ে আইডি পেস্ট করে দিন। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আইডি নম্বর হয় 519541594821510, তবে আপনি লিখবেন facebook.com/519541594821510
৭. মনে রাখতে হবে, প্রথম যে আইডিটি রয়েছে, সেটি আপনার প্রোফাইলে ঘন ঘন আসে আর যে আইডি সবার শেষে, সেটি কখনো ভুল করে হয়তো আপনার আইডিতে এসেছে।
তথ্যসূত্র: প্রথমআলো

গরম খবর গ্রামিনফোন দিচ্ছে ৩ জিবি ইন্টারনেট এখন মাত্র ৪৯ টাকায় !

2:19 AM

গরম খবর গ্রামিনফোন দিচ্ছে ৩ জিবি ইন্টারনেট এখন মাত্র ৪৯ টাকায় !  

শর্তাবলীঃ ৪৯ টাকায় (সম্পূরক শুল্ক +ভ্যাট+সারচার্জ সহ ) ৩জিবি ইন্টারনেট ১৪ দিনের মেয়াদে অ্যাক্টিভেশন কোডঃ *৫০০০*২০১#পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অফারটি চলবে অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং ক্যাম্পেইন চলাকালীন ১০বার পর্যন্ত ক্রয় করা যাবে গ্রাহকের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১টাকা করে চার্জ প্রযোজ্য হবে

শাকিবের কাছে হেরে গেলেন শ্রাবন্তী! (ভিডিও)

1:55 AM


আলোচনার তুঙ্গে আছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা যৌথ প্রযোজনায় নির্মিত `শিকারী` ছবিটি। ক`দিন আগে এ ছবির `হারাবো তোকে` শিরোনামের একটি গান সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে। সপ্তাহ যেতেই `শিকারী` ছবির আরো একটি গান প্রকাশ পায় শনিবার রাতে। এবারের গানটির শিরোনাম `ও চুড়ি তোর বিয়ে`

৪ মিনিট ২৯ সেকেন্ডের এই গানটিতে আবারো এক নতুন লুকে পাওয়া গেল শাকিবকে, সঙ্গে শ্রাবন্তী তো আছেনই! পুরোদস্তুর আদিবাসী তরুণ-তরুণীর সাজে নতুন গানে হাজির হয়েছেন তারা। একইসঙ্গে গানের ছন্দে দেখা গেছে বেশ মনোমুগ্ধকর নাচানাচি ও রঙিন পোশাকে মোড়ানো শিল্পীদের। যেটি ইউটিউবে প্রকাশের পর অনেকেই হুমড়ি খেয়ে দেখেছেন।
তবে মজার ব্যাপার হচ্ছে, গানটিতে শাকিব-শ্রাবন্তীর দু`জনেইর নাচ থাকলেও শ্রাবন্তীর চেয়ে শাকিবের নাচ ছিল চোখে পড়ার মত। বলা যায়, শাকিবের কাছে নাচে হেরে গেলেন শ্রাবন্তী! তবে কে বেশি এগিয়ে সেই বাহাসে এখন না যাই।
এদিকে, `ও চুড়ি তোর বিয়ে` গানটিতে কণ্ঠ দিয়েছেন নকশা আজিজ ও মধুবান্তি। গানের কথা লিখেছে প্রসেন। সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
শাকিব-শ্রাবন্তী ছাড়াও শিকারী ছবিতে আরো অভিনয় করছেন অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ।যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব।

Tuesday, June 21, 2016

বছরে ২ কোটি টাকা বেতন, তবুও মিলছে না লোক

12:41 AM

নিউজিল্যান্ডের মফস্বল শহরের একটি ছোট হাসপাতালে জুনিয়র ডাক্তার নিয়োগে বার্ষিক ৪ লাখ নিউজিল্যান্ড ডলার বা ২ কোটি টাকারও বেশি বেতনের প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য গত ২ বছরে একটিও চাকরির আবেদন জমা পড়েনি।
নর্থ আইল্যান্ডের ছোট্ট শহর টকোরোয়ায় অবস্থিত হাসপাতালটির মালিক ৬১ বছর বয়সী ড. অ্যালান কেনি। শহরটিতে মাত্র ১৩,৬০০ লোকের বাস। ড. কেনি জুনিয়র ডাক্তার নিয়োগে ৪ টি মেডিকেল রিক্রুটমেন্ট ফার্মের শরণাপন্ন হয়েও কাউকে নিয়োগ দিতে পারেননি।
তিনি প্রায় ৩০ বছর আগে ব্রিটেন থেকে নিউজিল্যান্ডে এসে হাসপাতালটিতে চাকরি নিয়েছিলেন।
ড. কেনি বলেন, ‘আমি কাজ ভালোবাসি এবং এখানে থাকতে চাই। কিন্তু ডাক্তারদের এখানে আকৃষ্ট করতে আমাকে মারাত্মক বেগ পেতে হচ্ছে’।
তিনি বলেন, ‘অকল্যান্ডে দেশটির বৃহত্তম মেডিকেল স্কুল আছে এবং মেডিকেলে পড়ুয়ারা অধিকাংশই ধনী পরিবারের সন্তান। গতবছর একজন বিকল্প ডাক্তার না পাওয়ায় আমার হলিডে ভ্রমণ বাতিল করতে হয়েছে। সম্ভবত এ বছরও একই কারণে আমার ভ্রমণ ট্রিপ বাতিল করতে হবে’।
নিউজিল্যান্ডের সাধারণ ডাক্তারদের গড় আয়ের দ্বিগুণ বেতনের প্রস্তাবের পাশাপাশি সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করতে হবে এই হাসাপাতালটিতে। অর্থাৎ এক বছরে ১২ সপ্তাহ বা ৩ মাস ছুটি মিলবে এই চাকরিতে। কিন্তু তারপরও কাউকেই আকৃষ্ট করা সম্ভব হচ্ছে না হাসপাতালটিতে যোগ দিতে।
বর্তমানে হাসপাতালটিতে মাত্র ৬ জন ডাক্তার কর্মরত আছেন। তবে ড. কেনির মেয়ে ড. সারা কেনি ব্যতীত সকলেই নিউজিল্যান্ডের বাহিরের।
এক সময়ের জমজমাট শহর টকোরোয়ার জনসংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। বর্তমানে এই শহরটি শান্ত, নিরব ও কোলাহলমুক্ত। শহরটিতে বেকারত্বের হার প্রায় ২২%। বাসিন্দাদের অধিকাংশের পেশা দিনমজুরি।
ড. কেনি বলেন, হাসপাতালটি ক্রমেই বড় হচ্ছে এবং বর্তমানে প্রায় ৬,০০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাই কিছু সংখ্যক জুনিয়র ডাক্তার নিয়োগ অপরিহার্য হয়ে পড়েছে।
সূত্র: গার্ডিয়ান

শুটিংয়ে আহত শুভশ্রী

12:30 AM


অনেকদিন পর আবার পর্দায় ফিরছেন টালিউডের জনপ্রিয় জুটি জিৎ-শুভশ্রী। ছবির নাম 'প্রেম কী বুঝি নি'। লন্ডনের পাট চুকিয়ে আপাতত ছবি শুটিং চলছে ভারতে। আউটডোর শুটিং। সব কিছু চলছিল ঠিকঠাক। তবে লাইট-ক্যামেরা অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে হলো বিপত্তি। 'প্রেম কী বুঝি নি' শুটিংয়েই পায়ে গুরুতর চোট পান নায়িকা। বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং। তবে আপাতত সুস্থ আছেন শুভশ্রী। সম্প্রতি এমন খবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন নায়িকা। সঙ্গে কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। কিছুদিন আগে বিদেশে খিচুড়ি লাঞ্চ থেকে শুরু করে খোলা বাজারে শপিং সবের ছবি ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা। সঙ্গে শপিং টিপস। কোথায় কি ভালো পাওয়া যায়। আর কোথা থেকে শপিং না করলে লন্ডনে আসাই বৃথা।

Monday, June 20, 2016

২০১৭ অফিসার ক্যাডেট ব্যাচে নৌবাহিনীতে নিয়োগ, যোগ্যতা এইচএসসি

9:47 PM

ঢাকাঃ বাংলাদেশ নৌবাহিনী ২০১৭ অফিসার ক্যাডেট ব্যাচে (চতুর্থ ব্যাচ) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসার ক্যাডেটদের তিন বছর প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। জেনে নিন পদটিতে আবেদনের জন্য বিস্তারিত-
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৪.৫ পেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ‘ও-লেভেলে’ ন্যূনতম চারটি বিষয়ে এ-গ্রেড ও দুটি বিষয়ে বি-গ্রেড এবং ‘এ-লেভেলে’ ন্যূনতম দুটি বিষয়ে বি-গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা (এইচইটি) বা সেনাবাহিনী ও বিমানবাহিনীতে সমতুল্য যোগ্যতা প্রয়োজন হবে।
সরবরাহ শাখার ক্ষেত্রে প্রার্থীদের জিপিএ ৪.৫ পেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (ব্যবসায় শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া উচ্চ মাধ্যমিকে হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি-২০১৭ তারিখে ১৬ বছর ছয় মাস থেকে ২১ বছর হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর। শুধু অবিবাহিত বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন পদটিতে।
বেতন ও ভাতা
অফিসার ক্যাডেটরা সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। মিডম্যানশিপ পদে পদোন্নতির পর উচ্চতর বেতন প্রদান করা হবে। এ ছাড়া থাকবে বিদেশে প্রশিক্ষণ, জাতিসংঘ মিশনসহ অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানা (www.joinnavy.mil.bd বা www.navy.mil.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফরমের সঙ্গে ৭০০ টাকা আবেদন ফি ও অন্যান্য কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে ‘পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায়। আবেদন করা যাবে ১০ আগস্ট-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুন-