All News Here

Connect The New World

Sunday, November 22, 2015

এন্টার্কটিকায় বরফ জমছে: নাসা



এন্টার্কটিকায় যে পরিমাণ বরফ গলছে, তার চেয়ে সেখানে বরফ জমছে বেশি।যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র নতুন এক গবেষণার ফলে এ তথ্য বেরিয়ে এসেছে।

দেখা গেছে, এন্টার্কটিকায় বরফের স্তর পুরু হচ্ছে। আর এ কারণে বিশ্ব উষ্ণায়নে গলে যাওয়া বরফের ক্ষতি পুষিয়ে নেয়ার মত যথেষ্ট বরফ সেখানে জমা থাকছে।

মেরু অঞ্চলে অনবরত বরফ গলে যাওয়া কিংবা দ্রুতহারে হিমবাহ গলে যাওয়া বর্তমানে বিশ্ব উষ্ণায়নেরই ক্ষতিকর প্রভাবের স্পষ্ট নজির। বিজ্ঞানীরা বলছেন, এন্টার্কটিকায় বেশি বরফ জমার বিষয়টি এ বাস্তবতার বিপরীত চিত্র নয়। তবে এ থেকে বোঝা যায়, আগামী কয়েক বছরে নতুন বরফ জমা হয়ে অন্তত এ ক্ষতি পুষিয়ে যেতে পারে।

এন্টার্কটিকার বরফের স্যাটেলাইট উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এ সিদ্ধান্তে পৌঁছান। গবেষণায় দেখা যায়, কয়েক দশক ধরে সেখানে বরফ জমেছে। ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিবছরে এন্টার্কটিকায় মোট বরফ জমেছে ৮ হাজার ২শ’কোটি টন।

আর এরও আগে ১৯৯২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রতিবছরে সেখানে মোট বরফ জমেছে ১১ হাজার ২শ’ কোটি টন।

নাসার নতুন এ গবেষণার সঙ্গে জলবায়ু পরিবর্তন বিষয়ক ইন্টারগভমেন্টাল প্যানেলসহ (আইপিসিসি) অন্যান্য গবেষণার বৈপরীত্য স্পষ্ট হয়ে উঠেছে। যে গবেষণাগুলোতে বলা হচ্ছে, এন্টার্কটিকা সামগ্রিকভাবেই বরফ খোয়াচ্ছে।

তবে নাসা এর ব্যাখ্যায় বলেছে, তারা এন্টার্কটিকার উপদ্বীপ এলাকা এবং পশ্চিম এন্টার্কটিকার পাইন দ্বীপ এলাকায় বরফ গলে যাওয়া সংক্রান্ত গবেষণাগুলোর সঙ্গে একমত। কিন্তু নতুন করে করা গবেষণায় তারা মূলত পূর্ব এন্টার্কটিকা এবং পশ্চিম এন্টার্কটীকার অভ্যন্তরীণ এলাকাগুলোর কথাই বলছে।

“গবেষণায় এই এলাকাগুলোতে অনেক বেশি বরফ জমতে দেখা গেছে, যা অন্যান্য এলাকায় গলে যাওয়া বরফের পরিমাণকেও ছাড়িয়ে গেছে”, বলেছেন নাসার হিমবাহ বিশেষজ্ঞ জে জাওয়ালি।


তবে বরফ জমে এন্টার্কটিকা তার পুরনো রূপে ফিরে আসতে কয়েক দশক লাগতে পারে বলে জানান তিনি।

Info: bdnews24

Monday, November 9, 2015

তিন প্রজন্মের শিল্পকলা

‘ঐতিহ্যের বুনন’, শিল্পী: কনকচাঁপা চাকমা
         (‘ঐতিহ্যের বুনন’, শিল্পী: কনকচাঁপা চাকমা)

গ্যালারির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল হাতে বোনা কাপড়ের বিভিন্ন রঙের সুতা, চরকা; একটু দূরের দেয়ালে বড়-ছোট বিভিন্ন আকারের পেইন্টিং। প্রদর্শনটি একটু ব্যতিক্রম—শুধু দেয়ালে ঝোলানো ছবি নিয়েই এ প্রদর্শনী নয়, এখানে আছে তিন প্রজন্মের শিল্পীর তিন ধরনের কাজ। শরতমালা চাকমা, কনকচাঁপা চাকমা ও শিরোপা পূর্ণা—তিনজন হলেন প্রদর্শনীর শিল্পী। তাঁদের সম্পর্কটি আবার পারিবারিক বন্ধনে আবদ্ধ।
রাঙামাটি জেলার শুভলং বাজারের খুব কাছেই মাচ্ছরি গ্রাম। এখানে ১৯৩২ সালে জন্মেছেন শরতমালা চাকমা। ছোটবেলা থেকেই তিনি দেখে আসছেন তাঁদের বাড়িতে বোনা হয় তাঁতের কাপড়। নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও থেমে থাকেনি এই কাপড় বোনার কাজ। একসময় বিজয় চন্দ্র চাকমার সঙ্গে বিয়ে হয় শরতমালার। শরতমালা ও বিজয় চন্দ্রের তৃতীয় সন্তান শিল্পী কনকচাঁপা চাকমা।
পাঠক, আমরা হয়তো এখন বলতে পারি, শরতমালার পরিবারে সুতা আর রঙের আনাগোনায় বেড়ে উঠেছেন কনকচাঁপা চাকমা। আর রং-রেখার প্রতি কনকচাঁপার যে টান, এটাও কি সেই সূত্র ধরে?
শরতমালা চাকমার শিল্পকলাশিরোপা পূর্ণা—কনকচাঁপা চাকমার মেয়ে। শৈশব থেকে বেড়ে উঠেছেন মা-বাবার ছবি আঁকা দেখতে দেখতে। একসময় শুরু করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। এ তো গেল তিন প্রজন্মের শিল্পীদের পরিচয়। এবার কথা হোক তাঁদের শিল্পকলা নিয়ে

শরতমালা চাকমার শিল্পকলা
                 (শরতমালা চাকমার শিল্পকলা)

শরতমালা চাকমার শিল্পকলা প্রদর্শনীর শিল্পকর্মগুলোর মধ্যে শরতমালা ও শিরোপা পূর্ণার কাজ আমরা দেখছি একদম নতুনভাবে। ১৪টি ফ্রেমে সুতায় বোনা শেষ হয়নি, এমন অবস্থা রেখে প্রদর্শনীতে হাজির হয়েছে শরতমালার কাজগুলো। কাজগুলোর বিশেষত্ব হলো সুতার রঙে বৈচিত্র্য তৈরি করা। চাকমা পরিবারে বোনা কারুশিল্প আমরা সাধারণত যে রঙে তৈরি করতে দেখি, এ কাজগুলো তার চেয়ে ভিন্ন রকম। এতে দেখা যায়, উজ্জ্বল লাল রঙের সঙ্গে সোনালি ও কালো রঙের সমন্বয় করে কাপড় তৈরির কৌশল। নিজের কাজে এ রকম অন্য অনেক রঙের সমাবেশ ঘটিয়েছেন শরতমালা, যা আমরা সাধারণত দেখি না।
প্রদর্শনীর কনিষ্ঠ শিল্পী শিরোপা পূর্ণা। প্রদর্শনীতে তিনি রেখেছেন তাঁর চারটি আলোকচিত্রসহ বেশ কটি জলরং ও চারকোলের কাজ। সঙ্গে প্রদর্শন করছেন ১০ মিনিটের ভিডিও চিত্র ‘বার্ডস ইন আ কেইজ’। ভিডিও চিত্রে মানুষ ও পাখির মধ্যে প্রাধান্য পেয়েছে স্বাধীনতার চিন্তা। মানুষের মনে মুক্তির যে আকাঙ্ক্ষা থাকে, সেটি ভিডিও চিত্রে উপস্থিত ছোট্ট এক গৃহশ্রমিক মেয়ের মধ্যেও আছে। দৈনন্দিন নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে বেড়ে ওঠে মেয়েটি, পার করে সময়; তবে তাঁর চোখে মুক্তির আশা। শিরোপা পূর্ণা শিল্পের সব শাখায় (চলচ্চিত্র, চিত্রকলা, আলোকচিত্র) সমান দক্ষতা দেখিয়েছেন। তাঁর কাজে ফুটে উঠেছে মানবিক বোধের উপস্থাপন।
কনকচাঁপা চাকমা এ প্রদর্শনীর ক্যানভাসে ৩৬টি কাজের বাইরে কাগজের ওপর কালো রেখার ড্রয়িং রেখেছেন সাতটি। এবারের প্রদর্শনীতে মায়ের হাতে বোনা তাঁতের পরিবেশকে ছবির বিষয় করেছেন তিনি। তিনটি বড়মাপের ক্যানভাসের একটিতে দেখিয়েছেন কাপড় বুনন মুহূর্তের ব্যস্ততাকে। ছবিটির শিরোনাম ‘স্পিনিং লাইফ’—বাংলায় ‘জীবন বোনা’। এ ছবিতে দেখা যায়, চরকায় সুতা ভাঁজের কাজে ব্যস্ত চাকমা নারীরা। ছবির জমিনের লাল রঙের আভা এসে আলোকিত করছে নারীমুখ। অন্যদিকে, ছোট ক্যানভাসগুলোতে পাহাড়ি নারীর অবয়ব, কোনো ক্যানভাসে শুধু পাহাড়ি নারীর পোশাক সাজসজ্জার বিশেষ উপস্থাপন। রঙের প্রলেপ, বুনটের উপস্থাপন, রেখার গতিতে সিদ্ধহস্ত কনকচাঁপা। এবারের প্রদর্শনীতে তাঁর কাজগুলো বিষয় ও উপস্থাপনার দিক থেকে ব্যতিক্রমী—বিশেষত মা ও মেয়ের শিল্পকর্মের বিষয় এক হয়ে বিশেষভাবে অর্থপূর্ণ হয়েছে।

অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে ১৭ অক্টোবর শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে ৭ নভেম্বর।
info:http://www.prothom-alo.com/

Wednesday, November 4, 2015

বখশী হামিদ মসজিদ, চট্টগ্রাম

বখশী হামিদ মসজিদ এর চিত্র ফলাফল

বখশী হামিদ মসজিদ : চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে একটি দীঘির পাড়ে নির্মিত প্রাচীন একটি মসজিদ। এই মসজিদটির নির্মাণ কৌশলের সাথে ঢাকার শায়েস্তা খান (আনুঃ ১৬৬৪ খৃঃ) মসজিদ এবং নারায়নগঞ্জের বিবি মরিয়ম মসজিদের (আনুঃ ১৬৮০ খৃঃ) মিল লক্ষ্য করা যায়। মিহরাবের উপর স্থাপিত আরবী শিলালিপির বক্তব্য মতে, এটি সুলাইমান কররানি কর্তৃক প্রতিষ্ঠা করার কথা থাকলেও লোকমুখে বখশী হামিদের নির্মিত মসজিদ বলে পরিচিত।
বর্তমান এ মসজিদ এর পাশে একটী হেফজখানা রয়েছে।মসজিদ এবং হেফজখানার পরিচালনাই আছেন মাওলানা মুজিবুর রহমান।

ঐতিহাসিক যোগীর ভবনের মন্দির ,বগুড়া



কাহালু উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিঃমিঃ উত্তরে পাইকড় ইউনিয়ন পরিষদের পাশে ঐতিহাসিক যোগীর ভবন অবস্থিত। এখানে বিশ্বের বিভিন্ন দেশের যোগী ও সাধু-সন্নাসীদের আনা-গোনা ছিল বলে এ স্থানটির নামকরণ ‘‘যোগীর ভবন’’ বলে স্থানীয়ভাবে জানা যায়। এখানে রয়েছে একটি আশ্রম, ০৪ টি মন্দির, কানচ কূপ, একটি ইঁদারা, ধর্মটঙ্গী এবং অগ্নিকুন্ড ঘর। যোগীর ভবনের আশ্রম ও মন্দির নির্মানের তেমন কোন তথ্য পাওয়া না গেলেও এখানে বিভিন্ন দেয়ালের গায়ে ৮৮৪, ১১১৩, ১১১৯ খৃষ্টাব্দ লেখা রয়েছে যা থেকে অনুমান করা যায় যে, এটি ৮৮৪ সালে নির্মিত হয়েছিল। ১১১৩, ১১১৯ খৃষ্টাব্দে এটির সম্ভবতঃ সংস্কার করা হয়েছিল। জনশ্রুতিতে আরোও জানা যায় বাংলার কিংবদন্তী নায়িকা বেহুলার মৃত স্বামী লক্ষ্ণীন্দর এখানকার কানচ কূপের পানির মাধ্যমে জীবন ফিরে পেয়ে ছিলেন। যোগীর ভবন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা-পার্বণ করে থাকেন। সংস্কারের অভাবে এখন এটি ধবংসের পথে।

Info:http://www.goldenbangladesh.com

মহাস্থানগড়,বগুড়া

মহাস্থানগড়:  বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থান গড় অবস্থিত।
mohastangor এর চিত্র ফলাফল
ইতিহাস
সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল । মহাস্থানের রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকত তার ভাই নীল এর সাথে। এসময় ভারতের দাক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে অসেন পাপের প্রায়শ্চিত্ত করতে। কারণ তিনি পরশু বা কুঠার দ্বারা মাতৃহত্যার দায়ে অভিশপ্ত ছিলেন। পরবর্তীতে তিনিই এই দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান এবং রাজা হন। এই ব্রাহ্মণের নাম ছিল রাম। ইতিহাসে তিনি পরশুরাম নামে পরিচিত। কথিত আছে পরশুরামের সাথে ফকির বেশী আধ্যাত্মিক শক্তিধারী দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর যুদ্ধ হয়। (১২০৫-১২২০) যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন।
mohastangor এর চিত্র ফলাফল

দর্শনীয় স্থান
মহাস্থান গড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র। এখানে মাজার জিয়ারত করতে এবং ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিন বিভিন্ন স্থান হতে বহু লোক সমাগম ঘটে। এখানকার দানবাক্সে সংরক্ষিত অর্থের পরিমাণ বার্ষিক প্রায় ৭০ হাজার টাকা যা মাজার মসজিদের কর্মচারীদের বেতন ও অন্যান্য উন্নয়ন কাজে ব্যবহৃত হয়।

মাজার শরীফ
মহাস্থান বাস স্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার শরীফ অবস্থিত। কথিত আছে মাছের পিঠে আরোহন করে তিনি বরেন্দ্র ভূমিতে আসেন। তাই তাকে মাহী সওয়ার বলা হয়। কথিত আছে হযরত মীর বোরহান নামক একজন মুসলমান এখানে বাস করতেন। পুত্র মানত করে গরু কোরবানী দেয়ার অপরাধে রাজা পরশুরাম তার বলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতেই মাহী সওয়ারেরর আগমন ঘটে।

Info: https://bn.wikipedia.org

রাণীনগরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির বাড়ি

রাণীনগরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির বাড়ি

নওগাঁর রাণীনগর উপজেলায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চির ঐতিহ্যের নিদর্শন সবুজ শ্যামল ছায়া-ঘেরা শান্তির নীড় মাটির বাড়ি। যা এক সময় ছিল গ্রামের মানুষের কাছে মাটির ঘর গরীবের এসি বাড়ি নামে পরিচিত। কিন্তু কালের আর্বতে আজ হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী মাটির বাড়ি।

বেশিদিনের কথা নয়, বাংলার প্রতিটি গ্রামে নজরে পড়তো এই মাটির বাড়ি। ঝড়-বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি প্রচুর গরম ও শীতে বসবাস উপযোগী মাটির তৈরি এসব বাড়ি এখন আর তেমন একটা নজরে পড়ে না। আধুনিকতার ছোঁয়ায় আর সময়ের পরিবর্তনে গ্রামবাংলা থেকে ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়ি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বাড়ি শীত ও গরম মৌসুমে আরামদায়ক বলে গ্রামের গরীব ও দরিদ্র মানুষের পাশাপাশি অনেক বিত্তবানও এই মাটির দ্বিতল বাড়ি তৈরি করতেন।

জানা যায়, অতি প্রাচীনকাল থেকেই মাটির বাড়ির প্রচলন ছিল। গ্রামের মানুষের কাছে এই বাড়ি ঐতিহ্যের প্রতীক ছিল। গ্রামের বিত্তবানরা এক সময় অনেক অর্থ ব্যয় করে মাটির দ্বিতল মজবুত বাড়ি তৈরি করতেন যা এখনও কিছু কিছু গ্রামে চোখে পড়ে। এঁটেল বা আঠালো মাটি কাদায় পরিণত করে ২-৩ ফুট চওড়া করে দেয়াল বা ব্যাট তৈরি করা হয়। ১০-১৫ ফুট উঁচু দেয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার ওপর খড় বা টিনের ছাউনি দেয়া হয়। মাটির বাড়ি অনেক সময় দোতলা পর্যন্ত করা হতো। সব ঘর বড় মাপের হয় না। গৃহিণীরা বিভিন্ন অনুষ্ঠানে মাটির দেয়ালে বিভিন্ন রকমের আল্পনা এঁকে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেন। প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষা মৌসুমে মাটির ঘরের ক্ষতি হয় বলে বর্তমান সময়ে দীর্ঘস্থায়ীত্বের কারণে গ্রামের মানুষরা ইট-সিমেন্টের বাড়ি নির্মাণে আগ্রহী হচ্ছেন।

ভূমিকম্প বা বন্যা না হলে একটি মাটির বাড়ি শত বছরেরও বেশি স্থায়ী হয়। কিন্তু বর্তমান সময়ে কালের বির্বতনে ইট-বালির দালান কোঠা আর বড় বড় অট্টালিকার কাছে হার মানছে মাটির বাড়ি।

উপজেলার রাতোয়াল রাখালগাছী গ্রামের মমতাজ, সাহাবুল হোসেন, আনোয়ার হোসেন, জুলহাজ উদ্দিনসহ আরো অনেকে জানান, মাটির তৈরি এই বাড়ি তারা পেয়েছেন পৈত্রিকভাবে। তাদের পূর্ব পুরুষরাও এই মাটির তৈরি বাড়িতেই জীবন কাটিয়ে গেছেন। তাই এখনও তারা এই বাড়িগুলো ভাঙেননি।

মাটির বাড়ি বসবাসের জন্য আরামদায়ক হলেও যুগের পরিবর্তনে আধুনিকতার সময় অধিকাংশ মানুষ মাটির বাড়ি ভেঙে অধিক নিরাপত্তা ও স্বল্প জায়গায় দীর্ঘস্থায়ীভাবে অনেক লোকের নিবাস কল্পে গ্রামের মানুষরা ইটের বাড়ি-ঘর তৈরি করছেন বলে অনেকের ধারণা।

Info:http://www.24livenewspaper.com/

Thursday, October 29, 2015

Europeans in Bengal


Portuguese traders and missionaries were the first Europeans to reach Bengal in the latter part of the 15th century. They established themselves in Chittagong and Hoogly. In 1632, the Mughal Subahdar of Bengal Kasim Khan Mashadi expelled the Portuguese in the Battle of Hoogly.

Dutch, French, and British East India Companies and representatives from Denmark soon followed contact with Bengal.

During Aurangzeb's reign, the local Nawab sold three villages, including one then known as Calcutta, to the British. Calcutta was Britain's first foothold in Bengal and remained a focal point of their economic activity. The British gradually extended their commercial contacts and administrative control beyond Calcutta to the rest of Bengal. Job Charnock was one of the first dreamers of a British empire in Bengal. He waged war against the Mughal authority of Bengal which led to the Anglo-Mughal war for Bengal (1686–1690). Shaista Khan, the Nawab of Bengal, defeated the British in the battles of Hoogly as well as Baleshwar and expelled the British from Bengal. Captain William Heath with a naval fleet moved towards Chittagong but it was a failure and he had to retreat to Madras
info: https://en.wikipedia.org

History of Bangladesh

Bangladesh became one of the large nation states in 1971 when it seceded from Pakistan. Prior to the creation of Pakistan in 1947, modern-day Bangladesh was part of ancient, classical, medieval and colonial India.


Since independence, the government has experienced periods of democratic and military rule. The founding leader of the country and its first president was Sheikh Mujibur Rahman. His daughter Sheikh Hasina Wazed is currently the prime minister, as leader of the Awami League. The opposition Bangladesh Nationalist Party is led by Begum Khaleda Zia, who is the widow of the revered freedom fighter and former president Ziaur Rahman.

Etymology of Bengal

See also: History of Bengal

The exact origin of the word Bangla or Bengal is unknown, though it is believed to be derived from the Dravidian-speaking tribe Bang/Banga that settled in the area around the year 1000 BCE. Other accounts speculate that the name is derived from Vanga (Bôngo), which came from the Austric word “Bonga” meaning the Sun-god. According toMahabharata, Purana, Harivamsha Vanga was one of the adopted sons of king Vali who founded the Vanga kingdom. The Muslim Accounts refer that “Bong”, a son of Hind (son of Hām who was a son of Prophet Noah/Nooh) colonized the area for the first time.[3] The earliest reference to “Vangala” (Bôngal) has been traced in the Nesari plates (805 AD) of Rashtrakuta Govinda III which speak of Dharmapala as the king of Vangala. Shams-ud-din Ilyas Shah took the title “Shah-e-Bangalah” and united the whole region under one government for the first time.
info:https://muktimusician.wordpress.com



Tuesday, October 27, 2015

Taj Mahal,India

Taj Mahal

Standing majestically on the banks of River Yamuna, the Taj Mahal is synonymous to love and romance. The name "Taj Mahal" was derived from the name of Shah Jahan's wife, Mumtaz Mahal, and means "Crown Palace". The purity of the white marble, the exquisite ornamentation, precious gemstones used and its picturesque location, all make a visit to the Taj Mahal gain a place amongst the most sought-after tours in the world. However, until you know the love story behind the construction of the Taj Mahal, the beauty of the same would not enliven in your heart and mind and instead would come up as just another beautiful building/monument. It is the love behind this outstanding monument that has given a life to this monument. Come and explore the visceral charisma that it emanates



At the brink of dawn when the first rays of the sun hits the dome of this epic monument, it radiates like a heavenly abode, cloaked in bright golden. And then at dusk, basking in the glory of moon, it shines like a perfectly carved diamond; appearing as if straight owwut of some magical tale, leaving the viewers awestruck by its sense of grandeur. Nothing short of an architectural marvel, no wonder it stands proud at being one of the Seven Wonders of the World. And the rich beauty of this visual spectacle turns visceral when one hears the story behind it. The story of Taj Mahal!


Taj Mahal, "the epitome of love", is "a monument of immeasurable beauty". The beauty of this magnificent monument is such that it is beyond the scope of words. The thoughts that come into the mind while watching the Taj Mahal of Agra is not just its phenomenal beauty, but the immense love which was the reason behind its construction. Mughal Emperor Shah Jahan got this monument constructed in the memory of his beloved wife Mumtaz Mahal, with whom he fell in love at the first sight. Ironically, the very first sight of the Taj Mahal, the epitome of love and romance, also leaves visitors mesmerized and perpetually enthralled.

info : http://www.tajmahal.org.uk/

তাজমহল বাংলাদেশ



তাজমহল বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১০ মাইল পূর্বে সোনারগাঁওয়ে অবস্থিত। এটি প্রকৃত তাজমহলের (ভারতের আগ্রায় অবস্থিত একটিমুঘল নিদর্শন) একটি হুবহু নকল বা রেপ্লিকা। এটি ব্যক্তিমালিকানাধীন এবং তথ্যানুসারে এটি তৈরী করতে মাত্র ৫ বছর এবং USD ৫৮ মিলিয়ন$ খরচ হয়েছে। তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচিত্র নির্মাতা। তিনি জানান এই তাজমহলের রেপ্লিকাটি তৈরী করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরন করতে পারেন নিজের দেশে থেকেই।


তাজমহলের এই রেপ্লিকা সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের (৩০০ বছরের ও বেশী পুরোনো) মেধাস্বত্ব লংঘন করার দায়ে অভিযুক্ত করা হবে।
মনি দাবি করেছেন তিনি মার্বেল পাথর আমদানি করেছেন ইতালী থেকে, হীরা আমদানি করেছেন বেলজিয়াম থেকে এবং প্রায় ১৬০ কিলোগ্রাম ব্রোঞ্জ আমদানি করেছেন গম্বুজের জন্য, যদিও কিছু মানুষ দাবী করেন রেপ্লিকাটি সম্পূর্ন নয় এবং দাবিকৃত উপকরন দিয়ে তৈরী করা হয়নি।
তথ্যসূত্র : উইকিপিডিয়া

Sunday, October 25, 2015

New World History

The New World is one of the names used for the Western Hemisphere, specifically the Americas (including nearby islands such as those of the Caribbean and Bermuda).



The New World is one of the names used for the Western Hemisphere, specifically the Americas (including nearby islands such as those of the Caribbean and Bermuda).

The term originated in the early 16th century after Europeans made landfall in what would later be called the Americas in the age of discovery, expanding the geographical horizon of classical geographers, who had thought of the world as consisting of Africa, Europe, and Asia, collectively now referred to as the Old World (aka Afro-Eurasia).


The term was first coined by Florentine explorer Amerigo Vespucci. The Americas were also referred to as the "fourth part of the world"

The terms "Old World" vs. "New World" are meaningful in historical context and for the purpose of distinguishing the world's major ecozones, and to classify plant and animal species that originated therein.

One can speak of the "New World" in a historical context, e.g., when discussing the voyages of Christopher Columbus, the Spanish conquest of Yucatán and other events of the colonial period. For lack of alternatives, the term is also still useful to those discussing issues which concern the Americas and the nearby oceanic islands, such as Bermuda and Clipperton Island, collectively. This usage is seen as problematic by many for its narrowness of perspective and implication that discovery by European explorers was the beginning of history for the Americas.

The term "New World" is used in a biological context, when one speaks of Old World (Palearctic, Afrotropic) and New World species (Nearctic, Neotropic). Biological taxonomists often attach the "New World" label to groups of species which are found exclusively in the Americas, to distinguish them from their counterparts in the "Old World" (Europe, Africa and Asia), e.g. New World monkeys, New World vultures, New World warblers.


The label is also often used in agriculture. Africa, Asia, and Europe share a common agricultural history stemming from the Neolithic Revolution, and the same domesticated plants and animals spread through these three continents thousands of years ago, making them largely indistinct and useful to classify together as "Old World". Common Old World crops (e.g., barley, lentils, oats, peas, rye, wheat), and domesticated animals (e.g., cattle, chickens, goats, horses, pigs, sheep) did not exist in the Americas until they were introduced by post-Columbian contact in the 1490s (see "Columbian Exchange"). Conversely, many common crops were originally domesticated in the Americas before they spread worldwide after Columbian contact, and are still often referred to as "New World crops"; common beans (phaseolus), maize, and squash - the "three sisters" - as well as the avocado, tomato, and wide varieties of capsicum (bell pepper, chili pepper, etc.), and the turkey were originally domesticated by pre-Columbian peoples in Mesoamerica, while agriculturalists in the Andean region of South America brought forth the cassava, peanut, potato, quinoa and domesticated animals like the alpaca, guinea pig and llama. Other famous New World crops include the cashew, cocoa, rubber, sunflower, tobacco, and vanilla, and fruits like the guava, papaya and pineapple. There are rare instances of overlap, e.g., the calabash (bottle-gourd), cotton, and yam, and the dog, are believed to have been domesticated separately in both the Old and New World, their early forms possibly brought along by Paleo-Indians from Asia during the last ice age.
info:https://en.wikipedia.org

Husaini Dalan,Ddaka

File:ImambaraHusiniDalan.jpg
                             (Husaini Dalan)
Husaini Dalan is the earliest Imambara in the Indian subcontinent as a whole complex. Mir Murad, the superintendent of the Nawara (Head of the fleet or boat) estates of Nizamat built the Husaini Dalan in the year 1642. At the time prince shah shuja was the subahdar of Bengal. It is situated in the southern part of the city of Dhaka about one kilometer from the river Buriganga. The road in the north of the boundary, the main entrance is called 'Husaini Dalan Road'. The south area is called 'Tahkhana'. The west is called 'Bakshi Bazar' and the east 'Nazimuddin Road'. The present area of Husaini Dalan is approximately 6.2 bighas (8453 sq. meters). The main building 'Husaini Dalan' is situated in the middle of complex, built on an area of about 0.65 Bigahs (88.05 sq. meters). In the south touching the building there is a pond. Opposite the main staircase in the east there was the tomb of Nawab Gaziuddin Haider having eight graves called 'Muqbara-e-Naiyeb Nazim'. Sometimes in 1985 the building of the Mukbara collapsed. Later only the boundary of the building has been built. The double storied building situated in the north at the main entrance is called 'Naobat Khana'. The meaning of Naobat is 'Drum' and it was beaten to inform people about the timing of 'Majlish' in Muharram. Other than there is a 'Ganj-E-Shahidan', and 'Kotwali Dalan' adjacent to the Naobat Khana, and a Gusal Khana (bathing place). After the death of Mir Murad, the Naib Najims of the then Dhaka took over the management of Husaini Dalan. In 1844, a new management committee started their activities under the leadership ofkhaja alimullah, the founder of the Nawab family. In 1891 Khaja ahasanullah took over the charges of Husaini Dalan Imambara as a sole administrator. During his period an earthquake occurred (1897 AD) and the north part of the building was partly damaged. Nawab Ahsanullah reconstructed the building. In the year 1959 AD the then Pakistan government appointed a management committee after the death of Nawab Ahsanullah. After the Independence, The Ministry of Home Affairs of Peoples Republic Bangladesh took the charge of the building.
info:http://en.banglapedia.org/

Center for Archaeological Studies (CAS)


University of Liberal Arts Bangladesh is a pioneering university in the archaeological field.

ULAB Professor and Archaeologist Dr. Shahnaj Husne Jahan has obtained permission from the Department of Archaeology and Museums, Ministry of Cultural Affairs, Government of the People’s Republic of Bangladesh to conduct a systematic archaeological exploration and excavation at Bhitargarh in Panchagarh district for five years.

ULAB is one of few universities, public or private, to support saving Bangladesh's ancient heritage by specifically allocating university funds for excavation. It also supports the excavation by allowing students to participate via an archaeology course titled "Experiencing the Past," under the General Education Program.

Under the supervision of Dr. Shahnaj Husne Jahan, the excavation team has already discovered foundations of a Buddhist stupa and a temple roughly dated to the 6th or 7th century CE.
It is the most important archeological discovery in the region, which is expected to shed significant light on the past cultural landscape of Panchagarh district in particular, and Bangladesh in general.


Besides excavation, the ULAB team has successfully employed various strategies at Bhitargarh for creating consciousness among the local inhabitants regarding cultural resources, heritage preservation and conservation.
Signboards displaying heritage awareness slogans were also put up by ULAB at various strategic points of the villages including the structural remains to enhance public education.
A number of local inhabitants, especially the landowners of the excavation sites, were also trained in archaeological excavation techniques, so as to make it possible for them to be a part of the excavation and thus stake a rightful claim to their own heritage.
ULAB and its Center for Archaeological Studies are affiliated with the , an online resource for information on the Bhitargarh walled city.

info:http://www.ulab.edu.bd/





Healing Temple Excavated in Greece

Greece Feneos asclepion
              (Greek Ministry of Culture)

CORINTHIA, GREECE—The Greek Culture Ministry announced that archaeologists have completed a first season of excavation of the asclepion, or healing temple dedicated to Asclepius, the god of medicine, at the site of Feneos. According to a report in the , they found that the earliest part of the sanctuary dates to the fourth century B.C. It was reconstructed in the second century B.C., and at that time, the main hall was enlarged and decorated with larger-than-life figures of Asclepius his daughter Hygeia. The seated Asclepius and standing Hygeia had been placed on an inscribed pedestal. This room had a mosaic floor decorated with geometric shapes, meanders, and interlaced ribbons. A podium and a marble offering table were found in a second room, but the use of a third room is unclear. A ramp from a courtyard that was decorated and plastered with colorful mortar and lion-head gutters led to the sanctuary’s entrance. The sanctuary was probably destroyed in the first century A.D. by an earthquake. It was later rebuilt and used for imperial worship. To read more about Greek tombs, go to "."
info: http://www.archaeology.org/

Monday, October 5, 2015

Mainamati in Comilla, Bangladesh



Mainamati is positioned very nearly 8 cientos belonging to the the area in Comilla, Bangladesh. It does not take family home in one of the more very important Buddhist archaeological online sites belonging to the community. There are a lot in Buddhist online sites in this area, going out with close to as a result of seventh to help you twelfth years CE. Comilla Cantonment is positioned local and even contains a gorgeous colonial days cemetery. The middle bit of Buddhist online sites within Mainamati is definitely the Salban Vihara.



Virtually in the heart of your Mainamati-Lalmai incline selection. It can be evidently a new Vihara, as well as the informative centre using reasidential features. The idea is made of 115 cellular material, developed all-around a new huge courtyard using cruciform forehead inside centre experiencing their merely portal sophisticated on the upper like that will in the Sompur Bihara. Kutila Mura based with a platue, with regards to 5 km's upper for you to Salban Vihara can be yet another critical Buddhist organization. Below about three stupas are located side-by-side addressing your Buddhist "Trinity" as well as about three gems my spouse and i. electronic. your Buddha, Dharma along with Sangha. Charpatra Mura can be yet another only two. 5 kilometers. north-west involving Kutila Mura stupas. Below many shrines is available.

Thursday, October 1, 2015

Khan Mohammad Mridha Mosque at Old Dhaka

khan mohammad mridha mosque at Old Dhaka

Khan Mohammad Mridha Mosque is at during Good old Dhaka, quite a few 500m to the west with Lalbagh Fortification. Reported by not one but two Local inscriptions, a person covering the fundamental archway as well as alternative covering the fundamental Mihrab, a mosque appeared to be made while in the procedure with Deputy Governor with Dhaka, Farrukh Siyar, using a Khan Mohammad Mirza, who seem to has been a builder. A engineering appeared to be jobs using a Qazi Ibadullah for the duration of 1704–05 POSTING.

Khan Mohammad Mridha Mosque might be stylistically almost like Lalbagh Ft. It happens to be produced even on a high console that may be 5. 8m out of your walk out. Under the console are actually vaulted homes concerning virtually all ends only typically the northern end, of raised for surviving objectives. In your northern end, there is also a staircase from 31 techniques of which ceases accompanied by a trip aiming typically the important entrance of this mosque the right. It happens to be throughout this unique trip that any particular one are able to get through to typically the the top of console.
Stair of khan mohammad mridha mosque


Your prayer area involving Khan Mohammad Mridha Mosque is often a oblong composition calibrating 48′ a 24′ and is also given by simply about three domes, your core staying the bigger one particular. Small styles in the facet domes are generally reached by making use of intermediary pendentives. Your place minarets are generally small along with slimmer, soaring only earlier mentioned your parapet and they are given by simply ribbed copulas. Your annex on the upper in the mosque assists as being a madrasa as well as non secular institution and possesses a new hujra as well as arcaded area that may be used by people along with guests.

Your fakeness in the mosque can be furnished using paneling along with elaborate merlons down the parapet. Your gates on the prayer area are generally presented by simply multi-cusped arches along with involved yourself tips in sometimes facet. The lining can be broken down straight into about three bays by simply a pair of side to side arches. Every single these kinds of posesses a mihrab that may be notable by simply multi-cusped posture in a oblong screen.read more..

Wednesday, September 30, 2015

The Manunggul Jar

The Manunggul jar was only one of several stunning artifacts discovered in Chamber A, Manunggul Cave in Lipuun Point, Palawan by a group of archaeologists who investigated the site from 1962 to 1965.

The Manunggul Jar

In addition to burial jars, they also recovered human remains covered in red paint and adorned with bracelets made of jade, shells, and stone beads.
Measuring 66.5 x 51.5 cms, the Manungggul jar is actually a secondary burial jar used to store the bones of someone who was previously buried. The lid features a “spirit boat” or “ship of the dead” carrying two souls on a journey to the afterlife.
The front figure–whose hands are folded across (a common practice in arranging the corpse during the prehistoric period)–is the passenger, while the figure in the back is the one guiding the journey, as evidenced by the now-missing paddle. Both figures are wearing a band tied over the crown of the head and  under the jaw, a pattern that is still a part of burial practices of some indigenous groups in southern Philippines.
The body of the jar, on the other hand, is covered with a unique curvilinear design made of hematite or natural iron.
The Manunggul jar–dated to the Late Neolithic period (890-710 BC)–has a very intricate design that, in the words of archaeologist Robert B. Fox, “is perhaps unrivaled in Southeast Asia, the work of an artist and a master potter.”read more..

Wednesday, May 6, 2015

Mosque of Uqba, founded in 670 in Tunisia

 

The Great Mosque of Kairouan (جامع القيروان الأكبر), also known as the Mosque of Uqba (Arabic: جامع عقبة بن نافع‎), is one of the most important mosques in Tunisia, situated in the UNESCO World Heritage town of Kairouan.
Established by the Arab general Uqba ibn Nafi in 670 AD (the year 50 according to the Islamic calendar) at the founding of the city of Kairouan, the mosque is spread over a surface area of 9,000 square metres and it is one of the oldest places of worship in the Islamic world, as well as a model for all later mosques in the Maghreb. The Great Mosque of Kairouan is one of the most impressive and largest Islamic monuments in North Africa, its perimeter is almost equal to 405 metres (1,328 feet). This vast space contains a hypostyle prayer hall, a huge marble-paved courtyard and a massive square minaret. In addition to its spiritual prestige, the Mosque of Uqba is one of the masterpieces of both architecture and Islamic art.
Under the Aghlabids (9th century), huge works gave the mosque its present aspect.The fame of the Mosque of Uqba and of the other holy sites at Kairouan helped the city to develop and repopulate increasingly. The university, consisting of scholars who taught in the mosque, was a centre of education both in Islamic thought and in the secular sciences. Its role can be compared to that of the University of Paris in the Middle Ages.With the decline of the city of Kairouan from the mid 11th century, the centre of intellectual thought moved to the University of Ez-Zitouna in Tunis.see more

Victoria Falls, Zimbabwe

http://img.amerikanki.com/wp-content/uploads/2013/10/Victoria-Falls-Zimbabwe2.jpgThis is an amazing site located in between the border of Zambia and North of Zimbabwe along the Zambezi River. Although Victoria Falls is neither the widest nor the highest waterfall on Earth, this breathtaking waterfall occupies around 2 kilometer mile and is 354 feet high. It emits mist that is spotted by somebody about 20 kilometers away and hence it’s traditional “Mosi-oa Tunya” that simply means “thundering smoke”. It was named Victoria Falls by a Scottish explorer David Livingstone. He’s believed to have been the first person from Europe to visit Victoria Falls on 16 November 1855. By the end of the 90s around 300,000 visitors were seeing Victoria Falls each year, and it was expected to increase to a million or more in the next decade. However, today Victoria Falls has more visitors from Zimbabwe and Zambia than from other countries in the world. The waterfall is accessible by train and bus, and it’s rather cheap to reach, so why not visit this beautiful place this year. see more

Tuesday, May 5, 2015

Great Wall of China

The Great Wall of China at Jinshanling.jpg
The Great Wall of China is a series of fortifications made of stone, brick, tamped earth, wood, and other materials, generally built along an east-to-west line across the historical northern borders of China to protect the Chinese states and empires against the raids and invasions of the various nomadic groups of the Eurasian Steppe. Several walls were being built as early as the 7th century BC;[3] these, later joined together and made bigger and stronger, are now collectively referred to as the Great Wall.[4] Especially famous is the wall built 220–206 BC by Qin Shihuang, the first Emperor of China. Little of that wall remains. Since then, the Great Wall has on and off been rebuilt, maintained, and enhanced; the majority of the existing wall is from the Ming Dynasty.
Other purposes of the Great Wall have included border controls, allowing the imposition of duties on goods transported along the Silk Road, regulation or encouragement of trade and the control of immigration and emigration. Furthermore, the defensive characteristics of the Great Wall were enhanced by the construction of watch towers, troop barracks, garrison stations, signaling capabilities through the means of smoke or fire, and the fact that the path of the Great Wall also served as a transportation corridor.
The main Great Wall line stretches from Shanhaiguan in the east, to Lop Lake in the west, along an arc that roughly delineates the southern edge of Inner Mongolia. A comprehensive archaeological survey, using advanced technologies, has concluded that the Ming walls measure 8,850 km (5,500 mi).[5] This is made up of 6,259 km (3,889 mi) sections of actual wall, 359 km (223 mi) of trenches and 2,232 km (1,387 mi) of natural defensive barriers such as hills and rivers.[5] Another archaeological survey found that the entire wall with all of its branches measure out to be 21,196 km (13,171 mi)see more

The Colosseum in Rome


The Colosseum or Coliseum, also known as the Flavian Amphitheatre (Latin: Amphitheatrum Flavium; Italian: Anfiteatro Flavio or Colosseo) is an elliptical amphitheatre in the centre of the city of Rome, Italy. Built of concrete and stone,[1] it is the largest amphitheatre in the world, and is considered one of the greatest works of architecture and engineering.[2]
The Colosseum is situated just east of the Roman Forum. Construction began under the emperor Vespasian in 72 AD,[3] and was completed in 80 AD under his successor and heir Titus.[4] Further modifications were made during the reign of Domitian (81–96).[5] These three emperors are known as the Flavian dynasty, and the amphitheatre was named in Latin for its association with their family name (Flavius).
The Colosseum could hold, it is estimated, between 50,000 and 80,000 spectators,[6][7] and was used for gladiatorial contests and public spectacles such as mock sea battles, animal hunts, executions, re-enactments of famous battles, and dramas based on Classical mythology. The building ceased to be used for entertainment in the early medieval era. It was later reused for such purposes as housing, workshops, quarters for a religious order, a fortress, a quarry, and a Christian shrine.
Although in the 21st century it stays partially ruined because of damage caused by devastating earthquakes and stone-robbers, the Colosseum is an iconic symbol of Imperial Rome. It is one of Rome's most popular tourist attractions and has close connections with the Roman Catholic Church, as each Good Friday the Pope leads a torchlit "Way of the Cross" procession that starts in the area around the Colosseum.[8]
In 2007 the complex was included among the New7Wonders of the World, following a competition organized by New Open World Corporation.see more

Temple of Artemis


After six years of searching, the site of the temple was rediscovered in 1869 by an expedition led by John Turtle Wood and sponsored by the British Museum. These excavations continued until 1874.[24] A few further fragments of sculpture were found during the 1904–1906 excavations directed by David George Hogarth. The recovered sculptured fragments of the 4th-century rebuilding and a few from the earlier temple, which had been used in the rubble fill for the rebuilding, were assembled and displayed in the "Ephesus Room" of the British Museum.[25] In addition, the museum has part of possibly the oldest pot-hoard of coins in the world (600 BC) that had been buried in the foundations of the Archaic temple.[26]
Today the site of the temple, which lies just outside Selçuk, is marked by a single column constructed of dissociated fragments discovered on the site.see more

Statue of Zeus at Olympia

The approximate date of the statue (the third quarter of the 5th century BC), was confirmed in the rediscovery (1954–1958) of Phidias' workshop, sited more or less where Pausanias said the statue of Zeus was constructed. Archaeological finds included tools for working gold and ivory, ivory chippings, precious stones and terracotta moulds. Most of the latter were used to create glass plaques, and to form the statue's robe from sheets of glass, naturalistically draped and folded, then gilded. A cup inscribed "Ανήκω σε Φειδία" or "I belong to Phidias" was found at the site.see more

Hanging Gardens of Babylon



The Hanging Gardens of Babylon were one of the Seven Wonders of the Ancient World, and the only one whose location has not been definitely established.
Traditionally they were said to have been built in the ancient city of Babylon, near present-day Hillah, Babil province, in Iraq. The Babylonian priest Berossus, writing in about 290 BC and quoted later by Josephus, attributed the gardens to the Neo-Babylonian king Nebuchadnezzar II, who ruled between 605 and 562 BC. There are no extant Babylonian texts which mention the gardens, and no definitive archaeological evidence has been found in Babylon.[1][2]
According to one legend, Nebuchadnezzar II built the Hanging Gardens for his Median wife, Queen Amytis, because she missed the green hills and valleys of her homeland. He also built a grand palace that came to be known as 'The Marvel of the Mankind'.
Because of the lack of evidence it has been suggested that the Hanging Gardens are purely mythical, and the descriptions found in ancient Greek and Roman writers including Strabo, Diodorus Siculus and Quintus Curtius Rufus represent a romantic ideal of an eastern garden.[3] If it did indeed exist, it was destroyed sometime after the first century AD.[4][5]
Alternatively, the original garden may have been a well-documented one that the Assyrian king Sennacherib (704–681 BC) built in his capital city of Nineveh on the River Tigris near the modern city of Mosul.see more

Great Pyramid of Giza


The Great Pyramid of Giza (also known as the Pyramid of Khufu or the Pyramid of Cheops) is the oldest and largest of the three pyramids in the Giza Necropolis bordering what is now El Giza, Egypt. It is the oldest of the Seven Wonders of the Ancient World, and the only one to remain largely intact.
Based on a mark in an interior chamber naming the work gang and a reference to fourth dynasty Egyptian Pharaoh Khufu,[1][2] Egyptologists believe that the pyramid was built as a tomb over a 10 to 20-year period concluding around 2560 BC. Initially at 146.5 metres (481 feet), the Great Pyramid was the tallest man-made structure in the world for over 3,800 years. Originally, the Great Pyramid was covered by casing stones that formed a smooth outer surface; what is seen today is the underlying core structure. Some of the casing stones that once covered the structure can still be seen around the base. There have been varying scientific and alternative theories about the Great Pyramid's construction techniques. Most accepted construction hypotheses are based on the idea that it was built by moving huge stones from a quarry and dragging and lifting them into place.
There are three known chambers inside the Great Pyramid. The lowest chamber is cut into the bedrock upon which the pyramid was built and was unfinished. The so-called[3] Queen's Chamber and King's Chamber are higher up within the pyramid structure. The Great Pyramid of Giza is the only pyramid in Egypt known to contain both ascending and descending passages. The main part of the Giza complex is a setting of buildings that included two mortuary temples in honour of Khufu (one close to the pyramid and one near the Nile), three smaller pyramids for Khufu's wives, an even smaller "satellite" pyramid, a raised causeway connecting the two temples, and small mastaba tombs surrounding the pyramid for nobles.see more

Gobekli Tepe

http://i.livescience.com/images/i/000/040/405/i235/gobekli-tepe-100723-02.jpg
Humans first settled into permanents towns, farmed and then built temples, in that order, starting in 8,000 B.C. Or did they?
An amazing archaeological discovery made in 1994 at Gobekli Tepe, a rural area of Turkey, has blown that hypothesis apart, prompting new questions about the evolution of civilization.
Containing multiple rings of huge stone pillars carved with scenes of animals and dating to the 10th millennium B.C., Gobekli Tepe is considered the world's oldest place of worship. Yet evidence also suggests the people who built it were semi-nomadic hunters, likely unaware of agriculture, which followed in the area only five centuries later. Because of Gobekli Tepe, archaeologists now have to ask which came first.see more

Saturday, May 2, 2015

Rapa Nui

Popularly known as Easter Island, this is one of the most isolated places in the world, thousands of miles off of the Chilean coast in the South Pacific. The most baffling thing about the island, however, isn’t the fact that humans even managed to find and settle it but that they then proceeded to construct 
Easter Island (Rapa Nui)enormous stone heads around the island.enormous stone heads around the island.see more

Terracotta Army of Xi’an

The funerary army of the first emperor of China, Qin Shi Huang, dating to the third century BCE was discovered by a group of farmers in Xi’an in 1974. More than 8,000 life-sized soldiers, 130 chariots and 150 separate horses, not to mention countless officials and courtesans, have since been documented, although the majority remain buried underground near the emperor’s mausoleum. 
Xi'an
It remains one of the most spectacular man-made sites in the world.see more

Pompeii,Italy

Pompeii
The Roman towns of Pompeii and Herculaneum were buried under tonnes of pumice and volcanic ash when the volcano Vesuvius erupted in CE79. In the mid-18th century the towns were ‘discovered’ and artwork and mosaics were removed to nearby Naples. It was not until the following century that the true wonder of Pompeii emerged, however, when plaster casts were used to show the exact form of people sheltering from what would later be known as a pyroclastic flow, a phenomenon not properly documented or understood until the eruption of Mount St Helens in 1980.see more

Tuesday, April 28, 2015

Sultan Ahmed Mosque,Istambul

Besides the Yeni Mosque, Sultan Ahmed Mosque is the last great project of classical 
Ottoman architecture.The construction lasted about ten years, and it was completed 
in 1609 during the rule of Ahmed I. The floor plan is based on the model of Şehzade 
Mehmed Mosque. The architect was Mehmet Aga, an apprentice of Mimar Sinan. The 
mosque is located across Hagia Sophia and is one of the symbols of Istanbul and the
favorite tourist destination. It’s popularly known as the Blue Mosque for the richly 
decorated blue tiles from Iznik. The central dome is supported on four huge pillars 
to give a special distinction of internal space. The Sultan Ahmed Mosque is also the 
imageonly Ottoman mosque with six minarets
.see more

Petra

Inhabited since prehistoric times, this Nabataean caravan-city, situated between the Red 
Sea and the Dead Sea, was an important crossroads between Arabia, Egypt and Syria-
Phoenicia. Petra is half-built, half-carved into the rock, and is surrounded by mountains 
riddled with passages and gorges. It is one of the world's most famous archaeological 
sites, where ancient Eastern traditions blend with Hellenistic architecture.see more

Saturday, April 25, 2015

দাঁত ভেঙে সুন্দরী!

http://www.bd24live.com/bangla/article_images/2015/04/24/strange-story-115.jpg
  যত  কুসংস্কার দারিদ্র্য মানুষের মধ্যে। ভয়ানক এ কুসংস্কারকে মেনে নিতে হয়, যা
 গা শিউরে উঠার মতো। দাঁত ভেঙে সুন্দরী হওয়ার ঘটনা এর আগে শোনা না গেলে
এবার তা-ই শোনা গেল। আফ্রিকার ইথিওপিয়ায় দরিদ্র মেয়েদের সুন্দরী হওয়া আর পণ
 পাওয়ার জন্য নিজের দাঁত ভেঙে তাতে ডিস্ক যুক্ত করা হয়ে থাকে। খবর ডেইলি
মেইল-এর।ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, মোটা অঙ্কের পণ পাওয়া আর সুন্দরী হতে প্রচণ্ড ব্যথা লাগলেও এই কঠিন কাজটি করতে হয় মেয়েদের।ব্যাপারটি
 এ রকম, পাত্রকে পেতে একজন মেয়েকে সুন্দর হওয়ার এবং আকর্ষণীয় করার চেষ্টা
করতে হয়। একজন মেয়েকে তার নিজের দাঁত ভেঙে তাতে ডিস্ক ঢুকিয়ে নিচের অংশের
ঠোঁট তার মধ্যে জড়িয়ে দেয়া হয়। ডিস্কটি দেখতে ক্রিকেট খেলার ব্যাটের মতো।আফ্রিকার
 দারিদ্র্যপীড়িত ইথিওপিয়ার সুরি নামক জনগোষ্ঠীর এ কুসংস্কার। বয়ঃসন্ধিকালে
অনুষ্ঠানের মাধ্যমে খুব জোরে মেয়েদের বেশির ভাগ দাঁত ভেঙে দেয়া হয়। এতে
রক্তে রক্তাক্ত হয়ে যায়। এ অবস্থাতেই ক্রিকেট ব্যাটের মত একটা জিনিস সেখান
থেকে বের করা হয়। একে বলা হয় লিপ প্লেট।লিপ প্লেটের ওপর নির্ভর করে
 বিয়েতে বাবা-মার পণ পাওয়া। পণ হিসেবে মেলে গরু। আর সেই লোভেই মেয়ের অসহ্য
যন্ত্রণা হলেও বাবা-মা তাতেও খুশি। তবে এ উপজাতির ছেলেদের এতেটা কষ্ট হয়
না। শরীরে ছুঁচের মাধ্যমে রঙ মাখলেই বিবাহযোগ্য হয়ে যায় ছেলেরা।see more

Wednesday, April 15, 2015

দোউরো নদী, পর্তুগাল

স্প্রি নদী, জার্মানি

হাজী মুহসীনের দুই ঘড়ি

ছোটবেলায়
 হাজী মুহসীনের জীবনী পড়েছি স্কুলের বইয়ে। ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে পা
রাখার পর তাঁর স্মৃতিধন্য ইমামবাড়া ঘুরে দেখার লোভ সামলাতে পারলাম না।
বিরাট এক এলাকায় ৪২ বিঘা জায়গার ওপর তৈরি। খরচ হয়েছিল দুই লাখ ১৭ হাজার
টাকা। নির্মাতা ছিলেন কেরামত আলী নামের এক বিখ্যাত প্রকৌশলী। ইমামবাড়া এখন
 বিশ্ব ঐতিহ্যের অংশ।

    ইমামবাড়ার প্রবেশপথে বিরাট এক লোহার গেট। আমরা ভেতরে ঢুকছি, হঠাৎ চমকে
গেলাম ভীষণ শব্দ শুনে। আশপাশে খুঁজতে শুরু করলাম কোথায় থেকে এলো এই ভীষণ ঢং
 ঢং আওয়াজ। আরে মাথার ওপরই তো ঘড়ি! এবার ঘড়িটা হলো আকর্ষণের কেন্দ্রবিন্দু।
 জানলাম আশপাশের এলাকার মানুষদের সময় দেখার সমস্যা মেটানোর জন্য আজ থেকে
১৬৩ বছর আগে ১৮৫২ সালে ঘড়িটি তৈরি করেছিলেন হাজী মুহসীন। এক কিলোমিটার দূর
থেকেও শোনা যায় ঘড়ির শব্দ। ঘড়িটি আজও আছে সচল। কাহিনী ইমামবাড়ার অন্যতম
খাদেম মির্জা মুন্না আলীর কাছ থেকে-ঘড়িটির নাম 'বিগ ব্যান্ড'। লন্ডনের
বিখ্যাত 'ব্ল্যাক অ্যান্ড মোরে' কম্পানি এটি তৈরি করেছিল। ঘড়িটি মেরামত,


তেল দেওয়া ও নানা কাজের পেছনে বছরে খরচ হয় লাখ দেড়েক টাকা। দুজন পেশাদার
ঘড়িওয়ালা ২০ কেজি ওজনের চাবি দিয়ে সপ্তাহে আধাঘণ্টা করে চাবি দেন। তাতেই
সচল থাকে ঘড়ি। ইমামবাড়ার পেছনে যাওয়ার পরে চমকে দিল সূর্যঘড়ি। সামনের
এলাকাবাসীর জন্য দেয়ালে ঘড়ি লাগিয়েছিলেন দানবীর।see more
হাজী মুহসীনের দুই ঘড়িআজও সচল সূর্যঘড়ি
আর পেছনের মানুষের জন্য তৈরি করেছিলেন একই সময়ে এই বিশাল সূর্যঘড়ি। ইমামবাড়ার পেছনেই গঙ্গা। সে নদীর কিনারে এই সূর্যঘড়ি। ইট, বালু, সিমেন্টের একটি স্তম্ভ। তার ওপরই সিমেন্টের পাত। সাদা সেই পাতের ওপর একটি ঘড়ির আদল দেওয়া আছে। ডায়ালগুলো কালো কালি দিয়ে দাগ কাটা। মাঝখানে ত্রিভুজাকৃতির দণ্ড। সেটির ওপর সূর্যের আলো এসে পড়ে। ফলে দণ্ডের ছায়া পড়ে ডায়ালের ওপর। ডায়াল সব রোমান হরফের। চাঁদের আলো সময় জানায়, সূর্যের আলোও। কেবল অমাবস্যার রাতে অচল থাকে সূর্যঘড়ি, আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে পড়লেও সময়ঘড়ি চলে না। কলকাতা থেকে সঙ্গে আসা ট্যাক্সিচালক ইদ্রিস আলী আমার হতভম্ভ মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, 'সূর্যঘড়িতে এখন দুপুর ১টা ২০ মিনিট। আপনার ঘড়িতে কয়টা বাজে?' আমার ঘড়িতেও তখন ১টা ২০ মিনিট!

- See more at: http://www.kalerkantho.com/feature/obak-prithibi/2015/01/09/173046#sthash.Bb9Q9B0W.dpuf