Connect The New World

Saturday, April 11, 2015

হাজার বছরের পুরোনো মূর্তিতে ভিক্ষুর মমি


২০১৪ সালে নেদারল্যান্ডসের ড্রেন্ট মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল মূর্তিটি। পরে মিয়ান্ডার মেডিকেল সেন্টারে ইন আমেরসফুর্টে সিটি স্ক্যান ও এন্ডোস্কোপের করা হয় বলে জানিয়েছে প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট সিনেট।
সিটি স্ক্যান ও এন্ডোস্কোপের মাধ্যমে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণ করে মমিটির সঙ্গে মূর্তির ভিতরে থাকা কয়েকটি বস্তুর পরিচয় এখনও উদঘাটন করতে পারেননি বিজ্ঞানীরা।
মমিটির দেহের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বদলে বেশ কিছু কাগজের উপস্থিতি আরও চমকে দিয়েছে বিজ্ঞানীরাদের। সিনেটের প্রতিবেদন অনুযায়ী প্রাচীন চায়নিজ অক্ষর লেখা রয়েছে ওই কাগজগুলোতে।see more

No comments:

Post a Comment