প্রায় হাজার বছরের পুরানো এক বৌদ্ধ মূর্তির ভিতরে এক বৌদ্ধ ভিক্ষুর মমি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সিটি স্ক্যান আর এন্ডোস্কোপের মাধ্যমে চীনা বৌদ্ধ মূর্তিটির ভিতরে মমির অস্তিত্ব আবিষ্কার করেন তারা। ধারণা করা হচ্ছে মমিটি বৌদ্ধ ভিক্ষু লিউকোয়ানের। ১১শ’ খ্রিস্টাব্দে
মারা গিয়েছিলেন তিনি।
২০১৪ সালে নেদারল্যান্ডসের ড্রেন্ট মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল মূর্তিটি। পরে মিয়ান্ডার মেডিকেল সেন্টারে ইন আমেরসফুর্টে সিটি স্ক্যান ও এন্ডোস্কোপের করা হয় বলে জানিয়েছে প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট সিনেট।
সিটি স্ক্যান ও এন্ডোস্কোপের মাধ্যমে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণ করে মমিটির সঙ্গে মূর্তির ভিতরে থাকা কয়েকটি বস্তুর পরিচয় এখনও উদঘাটন করতে পারেননি বিজ্ঞানীরা।
মমিটির দেহের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বদলে বেশ কিছু কাগজের উপস্থিতি আরও চমকে দিয়েছে বিজ্ঞানীরাদের। সিনেটের প্রতিবেদন অনুযায়ী প্রাচীন চায়নিজ অক্ষর লেখা রয়েছে ওই কাগজগুলোতে।see more
No comments:
Post a Comment