All News Here

Connect The New World

Sunday, June 26, 2016

চরম হতাশা আর্জেন্টাইন শিবিরে, মেসির পর মাসচেরানোর অবসর ঘোষণা



স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণার পর তার সতীর্থ
হাভিয়ের মাসচেরানোও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। সোমবার নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার শতবর্ষী ফাইনালে হারের পর অবসর নিলেন আর্জেন্টাইন ফুটবলের এই দুই তারকা। বিস্তারিত আসছে.......

জানতে চান কে কে আপনার ফেসবুক প্রোফাইল ভিসিট করছে?

আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল, তা কি বের করতে চান?
কিংবা কয়জন আপনার ফেসবুক প্রোফাইলে ঢুঁ মারল বা সর্বশেষ আপলোড করা ছবিটি কারা দেখল, সেটি জানতে চান? ফেসবুক লাইক, শেয়ার, ইমোশন, মন্তব্য দেখার সুযোগ দেয়,
কিন্তু কারা প্রোফাইল দেখে গেল, সেটি জানার সুযোগ দেয় না। কিছু কিছু অ্যাপ ব্যবহার করে অনেকে সেটি বের করার চেষ্টা করেন। কিন্তু অ্যাপের সে ফল ঠিকঠাক হয় না।
সহজ কয়েকটি ধাপ অতিক্রম করলেই জেনে যাবেন আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল সে বিষয়টি।
এ জন্য আপনাকে যা করতে হবে:
১. আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।


২. আপনার টাইমলাইনে গিয়ে রাইট ক্লিক করে ‘ভিউ পেজ সোর্স’ নির্বাচন করুন।


৩. আপনি পুরো কোডভর্তি একটি পেজ পাবেন। বিভ্রান্ত হবেন না। এখান থেকেই কি-বোর্ডে কন্ট্রোল প্লাস এফ বাটন চাপুন। একটি সার্চ অপশন আসবে।
৪. সার্চ অপশন বক্সে ‘InitialChatFriendsList’ টাইপ করুন।
৫. এর পাশে নম্বরের একটি তালিকা পাবেন। আপনার টাইমলাইনে যাঁরা এসেছে তাঁদের ‘আইডি’র তালিকা পাবেন।
৬. ওই ব্যক্তি আপনার প্রোফাইল এসেছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আপনি ‘facebook.com’ সাইটে যান এবং ফেসবুক ডটকমের পাশে স্ল্যাশ চিহ্ন দিয়ে আইডি পেস্ট করে দিন। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আইডি নম্বর হয় 519541594821510, তবে আপনি লিখবেন facebook.com/519541594821510
৭. মনে রাখতে হবে, প্রথম যে আইডিটি রয়েছে, সেটি আপনার প্রোফাইলে ঘন ঘন আসে আর যে আইডি সবার শেষে, সেটি কখনো ভুল করে হয়তো আপনার আইডিতে এসেছে।
তথ্যসূত্র: প্রথমআলো

গরম খবর গ্রামিনফোন দিচ্ছে ৩ জিবি ইন্টারনেট এখন মাত্র ৪৯ টাকায় !


গরম খবর গ্রামিনফোন দিচ্ছে ৩ জিবি ইন্টারনেট এখন মাত্র ৪৯ টাকায় !  

শর্তাবলীঃ ৪৯ টাকায় (সম্পূরক শুল্ক +ভ্যাট+সারচার্জ সহ ) ৩জিবি ইন্টারনেট ১৪ দিনের মেয়াদে অ্যাক্টিভেশন কোডঃ *৫০০০*২০১#পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অফারটি চলবে অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং ক্যাম্পেইন চলাকালীন ১০বার পর্যন্ত ক্রয় করা যাবে গ্রাহকের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১টাকা করে চার্জ প্রযোজ্য হবে

শাকিবের কাছে হেরে গেলেন শ্রাবন্তী! (ভিডিও)



আলোচনার তুঙ্গে আছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা যৌথ প্রযোজনায় নির্মিত `শিকারী` ছবিটি। ক`দিন আগে এ ছবির `হারাবো তোকে` শিরোনামের একটি গান সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে। সপ্তাহ যেতেই `শিকারী` ছবির আরো একটি গান প্রকাশ পায় শনিবার রাতে। এবারের গানটির শিরোনাম `ও চুড়ি তোর বিয়ে`

৪ মিনিট ২৯ সেকেন্ডের এই গানটিতে আবারো এক নতুন লুকে পাওয়া গেল শাকিবকে, সঙ্গে শ্রাবন্তী তো আছেনই! পুরোদস্তুর আদিবাসী তরুণ-তরুণীর সাজে নতুন গানে হাজির হয়েছেন তারা। একইসঙ্গে গানের ছন্দে দেখা গেছে বেশ মনোমুগ্ধকর নাচানাচি ও রঙিন পোশাকে মোড়ানো শিল্পীদের। যেটি ইউটিউবে প্রকাশের পর অনেকেই হুমড়ি খেয়ে দেখেছেন।
তবে মজার ব্যাপার হচ্ছে, গানটিতে শাকিব-শ্রাবন্তীর দু`জনেইর নাচ থাকলেও শ্রাবন্তীর চেয়ে শাকিবের নাচ ছিল চোখে পড়ার মত। বলা যায়, শাকিবের কাছে নাচে হেরে গেলেন শ্রাবন্তী! তবে কে বেশি এগিয়ে সেই বাহাসে এখন না যাই।
এদিকে, `ও চুড়ি তোর বিয়ে` গানটিতে কণ্ঠ দিয়েছেন নকশা আজিজ ও মধুবান্তি। গানের কথা লিখেছে প্রসেন। সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
শাকিব-শ্রাবন্তী ছাড়াও শিকারী ছবিতে আরো অভিনয় করছেন অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ।যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব।

Tuesday, June 21, 2016

বছরে ২ কোটি টাকা বেতন, তবুও মিলছে না লোক


নিউজিল্যান্ডের মফস্বল শহরের একটি ছোট হাসপাতালে জুনিয়র ডাক্তার নিয়োগে বার্ষিক ৪ লাখ নিউজিল্যান্ড ডলার বা ২ কোটি টাকারও বেশি বেতনের প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য গত ২ বছরে একটিও চাকরির আবেদন জমা পড়েনি।
নর্থ আইল্যান্ডের ছোট্ট শহর টকোরোয়ায় অবস্থিত হাসপাতালটির মালিক ৬১ বছর বয়সী ড. অ্যালান কেনি। শহরটিতে মাত্র ১৩,৬০০ লোকের বাস। ড. কেনি জুনিয়র ডাক্তার নিয়োগে ৪ টি মেডিকেল রিক্রুটমেন্ট ফার্মের শরণাপন্ন হয়েও কাউকে নিয়োগ দিতে পারেননি।
তিনি প্রায় ৩০ বছর আগে ব্রিটেন থেকে নিউজিল্যান্ডে এসে হাসপাতালটিতে চাকরি নিয়েছিলেন।
ড. কেনি বলেন, ‘আমি কাজ ভালোবাসি এবং এখানে থাকতে চাই। কিন্তু ডাক্তারদের এখানে আকৃষ্ট করতে আমাকে মারাত্মক বেগ পেতে হচ্ছে’।
তিনি বলেন, ‘অকল্যান্ডে দেশটির বৃহত্তম মেডিকেল স্কুল আছে এবং মেডিকেলে পড়ুয়ারা অধিকাংশই ধনী পরিবারের সন্তান। গতবছর একজন বিকল্প ডাক্তার না পাওয়ায় আমার হলিডে ভ্রমণ বাতিল করতে হয়েছে। সম্ভবত এ বছরও একই কারণে আমার ভ্রমণ ট্রিপ বাতিল করতে হবে’।
নিউজিল্যান্ডের সাধারণ ডাক্তারদের গড় আয়ের দ্বিগুণ বেতনের প্রস্তাবের পাশাপাশি সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করতে হবে এই হাসাপাতালটিতে। অর্থাৎ এক বছরে ১২ সপ্তাহ বা ৩ মাস ছুটি মিলবে এই চাকরিতে। কিন্তু তারপরও কাউকেই আকৃষ্ট করা সম্ভব হচ্ছে না হাসপাতালটিতে যোগ দিতে।
বর্তমানে হাসপাতালটিতে মাত্র ৬ জন ডাক্তার কর্মরত আছেন। তবে ড. কেনির মেয়ে ড. সারা কেনি ব্যতীত সকলেই নিউজিল্যান্ডের বাহিরের।
এক সময়ের জমজমাট শহর টকোরোয়ার জনসংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। বর্তমানে এই শহরটি শান্ত, নিরব ও কোলাহলমুক্ত। শহরটিতে বেকারত্বের হার প্রায় ২২%। বাসিন্দাদের অধিকাংশের পেশা দিনমজুরি।
ড. কেনি বলেন, হাসপাতালটি ক্রমেই বড় হচ্ছে এবং বর্তমানে প্রায় ৬,০০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাই কিছু সংখ্যক জুনিয়র ডাক্তার নিয়োগ অপরিহার্য হয়ে পড়েছে।
সূত্র: গার্ডিয়ান

শুটিংয়ে আহত শুভশ্রী



অনেকদিন পর আবার পর্দায় ফিরছেন টালিউডের জনপ্রিয় জুটি জিৎ-শুভশ্রী। ছবির নাম 'প্রেম কী বুঝি নি'। লন্ডনের পাট চুকিয়ে আপাতত ছবি শুটিং চলছে ভারতে। আউটডোর শুটিং। সব কিছু চলছিল ঠিকঠাক। তবে লাইট-ক্যামেরা অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে হলো বিপত্তি। 'প্রেম কী বুঝি নি' শুটিংয়েই পায়ে গুরুতর চোট পান নায়িকা। বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং। তবে আপাতত সুস্থ আছেন শুভশ্রী। সম্প্রতি এমন খবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন নায়িকা। সঙ্গে কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। কিছুদিন আগে বিদেশে খিচুড়ি লাঞ্চ থেকে শুরু করে খোলা বাজারে শপিং সবের ছবি ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা। সঙ্গে শপিং টিপস। কোথায় কি ভালো পাওয়া যায়। আর কোথা থেকে শপিং না করলে লন্ডনে আসাই বৃথা।

Monday, June 20, 2016

২০১৭ অফিসার ক্যাডেট ব্যাচে নৌবাহিনীতে নিয়োগ, যোগ্যতা এইচএসসি


ঢাকাঃ বাংলাদেশ নৌবাহিনী ২০১৭ অফিসার ক্যাডেট ব্যাচে (চতুর্থ ব্যাচ) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসার ক্যাডেটদের তিন বছর প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। জেনে নিন পদটিতে আবেদনের জন্য বিস্তারিত-
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৪.৫ পেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ‘ও-লেভেলে’ ন্যূনতম চারটি বিষয়ে এ-গ্রেড ও দুটি বিষয়ে বি-গ্রেড এবং ‘এ-লেভেলে’ ন্যূনতম দুটি বিষয়ে বি-গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা (এইচইটি) বা সেনাবাহিনী ও বিমানবাহিনীতে সমতুল্য যোগ্যতা প্রয়োজন হবে।
সরবরাহ শাখার ক্ষেত্রে প্রার্থীদের জিপিএ ৪.৫ পেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (ব্যবসায় শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া উচ্চ মাধ্যমিকে হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি-২০১৭ তারিখে ১৬ বছর ছয় মাস থেকে ২১ বছর হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর। শুধু অবিবাহিত বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন পদটিতে।
বেতন ও ভাতা
অফিসার ক্যাডেটরা সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। মিডম্যানশিপ পদে পদোন্নতির পর উচ্চতর বেতন প্রদান করা হবে। এ ছাড়া থাকবে বিদেশে প্রশিক্ষণ, জাতিসংঘ মিশনসহ অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানা (www.joinnavy.mil.bd বা www.navy.mil.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফরমের সঙ্গে ৭০০ টাকা আবেদন ফি ও অন্যান্য কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে ‘পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায়। আবেদন করা যাবে ১০ আগস্ট-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুন-

Sunday, June 19, 2016

মাত্র ১১ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাক! গ্রাহকদের জন্য সুখবর



আজকে আপনাদের সাথে যে টিউন টি শেয়ার করবো সেটা আমাদের সকলের জন্য খুবই উপকারি একটা টিউন। আজকের টিউনের মূল বিষয় গ্রামিণফোন সিম এ ১১ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাক। গ্রামিণফোন সিমের এই অফার টা আমরা অনেক বার পেয়েছি এবং আবার এই অফারটা বন্ধ ও হয়ে যায় মাঝে মাঝে তাই তখন আমাদের একটু সমস্যায় পড়তে হয়।

তাহলে চলুন দেখে নিন কারা কারা এই অফার টা পাবেনঃ
যারা একটানা ৩ মাস গ্রামিণফোন সিম বন্ধ রাখছে এবং তিন মাসে ১৫০ কেবির নিচে ইন্টারনেট ব্যবহার হওয়া লাগবে।
যারা উপরি উক্ত বিষয় সম্পর্কে আগে থেকে অবগত আছেন তারা নিশ্চই বুঝতে পারছেন। আর যাদের বন্ধ সংযোগ আছে তারা উপরের বিষয় বুঝে এপ্লাই করতে পারেন।
এবার দেখুন কিভাবে বুঝবেন আপনি এই অফারের আওতায় আছেন কিনা।
আপনার যে কোন গ্রামিণফোন সিম থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন BHK NUMBER সেন্ড করুন 9999 নাম্বারে।
যেমনঃ BHK 01784503420 > 9999 এ পাঠিয়ে দিন। তারপর যদি ইলিগেবল হয় তাহলে আপনি পাবেন ১১ টাকায় ২ জিবি।
যদি এমন আসে তবে যে নাম্বার এর জন্য মেসেজ করেছিলেন সেই সিম টি ওপেন করুন টাকা লোড দিন। ১৫ টাকা দিলেই হবে। কাটবে কিন্তু ১১ টাকা।
সিম ওপেন করে ডায়াল করুন *111*90# সাথে সাথে ১১ টাকা কেটে নিবে এবং পেয়ে যাবেন ২ জিবি ইন্টারনেট
তারপর আপনার ইন্টারনেট প্যাক চালু হলে একটা মেসেজ পাবেন
তাহলে আর দেরি কেন বন্ধ সংযোগ থাকলে আপনি নিজেও চেষ্টা করে পেতে পারেন ১১ টাকায় ২ জিবি আর হ্যা এটা সর্বোচ্চ ৪ বার পাবেন।
ভুল ত্রুটি ক্ষমা করবেন। কোন রকম সমস্যা হলে টিউমেন্ট করতে পারেন।
note : ইন্টারনেট থেকে নেয়া । প্রচুর বানান ভুল আছে… মাফ করে দিয়েন

৭১ বছরেরেএক হিন্দু যে কারণে রোজা রাখছেন ২১ বছর ধরে। জানলে অবাক না হয়ে পারবেন না…


৭১ বছর বয়সী এক হিন্দু, তিনি ভারতের কলকাতার বাসিন্দা। গত ২১ বছর ধরে রমজানের সময় রোজা রেখে চলেছেন। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে এটা তার ব্যক্তিগত প্রতিবাদ এবং সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ হিসেবে লজ্জা প্রকাশ।

সংখ্যাগরিষ্ঠ ধর্মের একজন মানুষ হয়ে কিছুতেই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা মেনে নিতে পারছিলাম না তিনি। তখনই ঠিক করি আমি নিজেই প্রতিবাদ করব, বলেন সঞ্জয় মিত্র
অথচ এমন এক পরিবারের সন্তান সঞ্জয় মিত্র, যাদের বাড়িতে ১২৫ বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে।
রমজানের এক বিকেলে মগরিবের নামাজ শুরু হওয়ার একটু আগেই বাড়ি থেকে জিনস্ আর খদ্দরের ফতুয়া গায়ে সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম (অমিতাভ ভট্টশালী
বিবিসি বাংলা, কলকাতা ) মি. মিত্রের সঙ্গে।
কলকাতার মুসলমান প্রধান এলাকা রাজাবাজারের ঠিক যেখানে হিন্দু পাড়া শেষ হয়ে শুরু হয়েছে মুসলমান মহল্লা সেখানেই একটা মাঝারি মাপের খাবার দোকানে ঢুকতেই সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো।
একটা টেবিলে বসতে বসতে মি. মিত্র বলছিলেন, ইফতারটা বেশির ভাগ দিনই বাড়িতেই করেন। তবে মাঝে মাঝে এই দোকানেও আসেন।
‘এই দোকানটায় আসছি প্রায় ৫৫ বছর ধরে। অনেক পাল্টে গেছে। এখানেই প্রথম গোরুর মাংস খেয়েছিলাম মনে আছে। আর তারপর থেকে তো নিয়মিতই খাই, হাসতে হাসতে বলছিলেন মি. মিত্র।
কথা বলতে বলতেই পাশের মসজিদে
শুরু হলো মগরিবের নামাজ- আর ইফতার করে দীর্ঘদিনের চেনাপরিচিতদের সঙ্গে রোজা ভাঙ্গলেন সঞ্জয় মিত্র।
দোকানের মালিক মুহম্মদ নঈমুদ্দিন, এক কর্মী মুহম্মদ জমিরুদ্দিনের সঙ্গে একই প্লেট থেকে কলা, পাকা পেপে, শশা, খেজুর আর তরমুজ খাচ্ছিলেন মি. মিত্র।
এই হিন্দু বন্ধুর রোজা রাখাতে একটু অবাক নন মি. নঈমুদ্দিন। তিনি বলছিলেন, ‘প্রথম যখন শুনি যে মি. মিত্র রোজা রাখেন, শুনে খুব ভালো লেগেছিল যে, একজন মুসলমানের মতোই তিনিও রোজা রাখেন।
এরকম তো কোনো কথা নেই যে, রোজা শুধু মুসলমানরাই রাখতে পারবে। সবাই রাখতে পারে। হিন্দুরাও তো বিভিন্ন পূজার দিনে উপোস থাকে। আর আমাদের এটা এক মাসের উপোস- ব্যাপারটা তো একই।’
কখনো বাড়িতে ফল বা রুটি খেয়ে, কখনও বা হালিম খেয়ে গত একুশ বছর ধরে রোজা ভাঙছেন সঞ্জয় মিত্র।
খাবারের দোকানে আসার আগে বাড়িতে বসে মি. মিত্র বলছিলেন অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের পর প্রতিবাদ হিসেবেই রমজান মাসে রোজা রাখতে শুরু করেন তিনি।
‘বাবরি মসজিদের ঘটনা ৯২ সালের ৬ ডিসেম্বর। তখন আমি দিল্লিতে থাকতাম। উত্তর ভারতে তো ওই ঘটনার পরের দাঙ্গা অনেক বেশি হয়েছিল, সেই সময়ে খুব অসহায় লাগছিল- হিন্দু হিসেবে।
একজন সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ হয়ে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তখনই ঠিক করি যে আমি নিজেই প্রতিবাদ করব- এককভাবেই,’ বলছিলেন সঞ্জয় মিত্র।
যদিও নিয়মিত ধর্মাচরণ করেন না মি. মিত্র। তবে মুসলমানদের ধর্মাচরণের একটা অঙ্গ- রোজা রাখা নিয়ে স্ত্রী প্রশ্ন তুলেছিলেন, তাই বছরে আরও একটা মাস উপোস করেন তিনি- গ্রাম বাংলায় চৈত্র মাসের গাজনের সময়ে।
মি. মিত্রের কথায়, ‘কয়েক বছর রোজা রাখার পর আমার স্ত্রী বলেছিলেন, তুমি মুসলমানদের মতো রোজা রাখ, কিন্তু নিজের ধর্মের জন্য তো কিছু কর না। তখন আমি বলি যে নমশূদ্র- যারা বেশির ভাগই ভূমিহীন কৃষক, চৈত্র মাসে কোনো খাবার থাকে না বলে গাজনের নামে ভিক্ষা করে সন্ধ্যায় একবারই খায়- আমি সেটা করতে পারি। ভিক্ষাটা পারব না, কিন্তু গাজনের উপোস করি নিয়মিত। আমার উপোস রমজান আর গাজনের।’
নিয়মিত ধর্মাচরণ করেন না বলেই যেমন মন্দিরে যান না, তেমনি রমজান মাসে পাঁচবার নমাজও পড়েন না এক সময়ের কমিউনিস্ট পার্টির সদস্য আর মানবাধিকার কর্মী সঞ্জয় মিত্র। বছরের দুমাস উপোসের সময়ে তার সঙ্গী বই আর গান।
বামপন্থি আন্দোলনে যখন যুক্ত ছিলেন, তখন যদিও দাঙ্গার সময়ে মুসলমান মহল্লায় গিয়ে সবাই মিলে রাত জেগে পাহারা দিয়েছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠরা যখন বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, তার প্রতিবাদটা তিনি একান্তই নিজস্ব ঢঙে করে চলেছেন- কারণ সেই ছোটবেলায় হিন্দু মুসলমান দাঙ্গায় মৃত্যুর মুখোমুখি হওয়ার স্মৃতিটাও তার একান্তই নিজের। সূত্র : বিবিসি বাংলা

Saturday, June 18, 2016

আমি সত্যিই ভাগ্যবান, বিসিবির হয়ে ফের খেলার সুযোগ পেয়েছি : আশরাফুল


জাতীয় টিমের সাবেক ক্রিকেটার আশরাফুল বলেছেন, আমি সত্যিই ভাগ্যবান। ফের বিসিবির হয়ে খেলার সুযোগ পেয়েছি। দীর্ঘ ৩৪ মাস মাঠের বাইরে ছিলেন আশরাফুল।

মাঠের বাইরে থাকা আশরাফুল ব্যাট-প্যাডে সেজে মাঠে নেমে পড়বেন শিগগিরই। আশরাফুল বলেন, আমি ভাগ্যবান না হলে ফের মাঠে নামার সুযোগ পেতাম না। বিসিবির জাতীয় ক্রিকেট লিগে ডাক পাওয়ায় আনন্দ প্রকাশ করেন তিনি।
আশরাফুল বলেন, আমি এমনভাবে ফিরবো যে আপনাদের মনেই হবে না যে আমি এতদিন মাঠের বাইরে ছিলাম। তিনি বলেন, আমেরিকায় বিভিন্ন ম্যাচ খেলেছি। অন্যদিকে বাংলাদেশেও বিভিন্ন ম্যাচ খেলেছি এই নিষেধাজ্ঞার সময়।
জাতীয় দলের ফেরার অপেক্ষায় থাকা আশরাফুল বলেন, নিজে নিজে অনেক প্রাকটিস করেছি। আশা করি আমি ভালোভাবেই ফিরতে পারব। ভালো পারফর্ম করাটাকে একটি চ্যালেঞ্চ হিসেবে দেখছি।

ক্যামেরা এবং সেলফি তোলার জন্য বেষ্ট কিছু এন্ড্রয়েড অ্যাপস


আমাদের দৈনন্দিন জীবনের টুকটাক ফটোগ্রাফির জন্য আমরা অনেকেই এখন আমাদের স্মার্টফোনকেই বেছে নেই।তাই এখন স্মার্টফোন কেনার আগে বেশিরভাগই এর ক্যামেরার দিকে বেশি গুরুত্ব দেয়।আমাদের স্মার্টফোনে বিল্ট-ইন ক্যামেরা অ্যাপ রয়েছে, তবে তাতে রয়েছে কিছু সীমাবদ্ধতা।তাই আমরা অনেক রকমের থার্ডপার্টি অ্যাপস ব্যবহার করি যা আমাদের সেইসব সীমাবদ্ধতা অনেকটাই দূর করে থাকে।
প্লেস্টোরে বেশ কিছু এ্যপস রয়েছে যা মুলত ক্যামেরা এবং সেলফির জন্য।তবে এদের মধ্যে কিছু অ্যাপস রয়েছে যা আসলেই বেষ্ট।তাদের মধ্যে টপ ৫টি অ্যাপস শেয়ার করা হল:

ক্যামেরা অ্যাপস
1. Camera FV-5 [price $3.95]
2. DSLR Camera Pro [price $2.90]
3. Camera Zoom fx premium [price $0.91]
4. Camera 360 ultimate [price free]
5. Camera MX [price free]
.
.
সেলফি অ্যাপস
1. YouCam Perfect [price free]
2. Retrica [price free]
3. Line Camera [price free]
4. Candy Camera [price free]
5. Frontback [price free]

Monday, March 28, 2016

কোহলি ম্যাজিকে সেমিফাইনালে ভারত

http://bangla.samakal.net/assets/images/news_images/2016/03/28/%E0%A6%A4%E0%A6%A4%E0%A6%A4%E0%A6%A4_202364.jpg

বিরাট কোহলির হার না মানা ৮২ রানের সুবাদে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। মোহালিতে সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে অজিদের ছয় উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল স্বাগতিকরা। আগামী ৩১ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।


রোববার অস্ট্রেলিয়ার করা ৬ উইকেটে ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ধোনির ভারত। ছয় ওভারে ৩৭ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারায় ভারত। শিখর ধাওয়ান ১৩ ও রোহিত শর্মা করেন ১২ রান। খানিক বাদে ফিরে যান সুরেশ রায়নাও। মাত্র ১০ রান করে ওয়াটসনের দ্বিতীয় শিকারে পরিণত হন সুরেশ রায়না।

এরপর যুবরাজকে নিয়ে ভারতের স্কোরটাকে সচল রাখেন কোহলি। ইনিংসের ১৪তম ওভারে কোহলি-যুবরাজের ৪৫ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে। জেমস ফকনারের বলে ওয়াটসনের দুর্দান্ত ক্যাচে মাঠ ছাড়েন যুবরাজ সিং। আউট  হবার আগে ২১ রান করেন যুবি।এরপর যুবরাজকে নিয়ে ভারতের স্কোরটাকে সচল রাখেন কোহলি। ইনিংসের ১৪তম ওভারে কোহলি-যুবরাজের ৪৫ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে। জেমস ফকনারের বলে ওয়াটসনের দুর্দান্ত ক্যাচে মাঠ ছাড়েন যুবরাজ সিং। আউট  হবার আগে ২১ রান করেন যুবি।

এরপর অধিনায়ক ধোনিকে নিয়ে ভারতকে জয়ের পথে রাখেন কোহলি। শেষ তিন ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ৩৯। জেমস ফকনারের করা ১৮তম ওভারের প্রথম পাঁচ বলে ১৭ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন কোহলি। তার ৮২ রানের ঝড়ো ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কার ‍মার। অপরপ্রান্তে ১০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

অজি বোলারদের মধ্যে ওয়াটসন দু’টি লাভ করেন। একটি করে উইকেট নেন নাথান কোল্টার নাইল ও ফকনার।এর আগে টস ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের বেদম প্রহার করতে থাকেন অজি ব্যাটসম্যানরা। প্রথম ৪ ওভারেই ৫০ রান তুলে নেন উসমান খাজা-অ্যারন ফিঞ্চ জুটি। ৫৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। নেহরার বলে উইকেটের পেছনে ধোনিকে ক্যাচ দেন খাজা। ১৬ বলে ২৬ রান করেন খাজা।

অষ্টম ওভারের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন মাত্র ৬ রান করো ডেভিড ওয়ার্নার। ২ রান বাদে ফিরে যান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। যুবরাজের বলে ধোনি ভালো ক্যাচ ধরে বিদায় করেন স্মিথকে।

দলীয় ১০০ রানে ফিঞ্চের উইকেটও হারায় অজিরা। পান্ডিয়ার বলে ধাওয়ানকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৪৩ রান করা ফিঞ্চ। অস্ট্রেলিয়ার স্কোরটা বাড়ানোর দায়িত্ব এসে পড়ে গ্লেন ম্যাক্সওয়েলের ওপর। তবে দলীয় ১৩০ রানে ৩১ রান করে বিদায় নেন ম্যাক্সওয়েল। এরপর শেন ওয়াটসন ও জেমস ফকনার মিলে অস্ট্রেলিয়ার স্কোরটাকে রানে নিয়ে যান।info:samakal

Tamim to play today

bangladeshap-m
Bangladesh cricket team’s morale will be boosted with in-form opener Tamim Iqbal coming back into the fold for the crucial Super Ten clash against India at Bangalore today scheduled to start at 8:00pm local time.
Tamim missed the last game against Australia due to fever and food poisoning, and has recuperated well enough to play today’s match, reports Bangla daily . Tigers felt his absence dearly and didn’t get the start they needed for a successful chase.
When Shakib Al Hasan spoke to the media, he said that Bangladesh needed to exploit the first six overs, which was something they failed to do in the first two games against Pakistan and Australia. Therefore, Tamim’s inclusion for the match against the Men in Blue is even more vital for wiping off the batting woes in the power-play overs.
Source : thedailystar

Tuesday, February 23, 2016

‘মুস্তাফিজ প্রেশার নেওয়ার ছেলে না’

গত বছর ভারতকে গুঁড়িয়ে দিয়েই ওয়ানডে ক্রিকেটে আবির্ভাব মুস্তাফিজের। ছোট্ট ক্যারিয়ারে এরপর বিস্ময় উপহার দিয়েছেন আরও কয়েকবার। এই কদিনেই হয়ে উঠেছেন বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র।
ওই সিরিজের পর এই প্রথম ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আবার কোহলি-রোহিতদের বিপক্ষে বোলিং করবেন মুস্তাফিজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে স্তুতিতে ভাসান ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলি। 
মাশরাফির সংবাদ সম্মেলনেও বারবার ঘুরে ফিরে এলো মুস্তাফিজের প্রসঙ্গ। পারফরম্যান্স দিয়েই নিজেকে মুস্তাফিজ এমন উচ্চতায় নিয়ে গেছেন যে, তরুণ এই পেসারের কাছে ভালো বোলিংটা প্রত্যাশিত সবসময়ই। তবে প্রতিপক্ষ ভারত বলেই এবার আলোচনা আরও বেশি।
প্রত্যাশার এমন ভারে মুস্তাফিজের তরুণ কাঁধ জোড়া নুইয়ে পড়ার শঙ্কা থাকেই। তাকে নির্ভার রাখার বড় দায়িত্বও অধিনায়কের। তবে কাজটাকে একটুও কঠিন মনে করছেন না মাশরাফি। বাংলাদেশ অধিনায়ক যে শঙ্কাটাই দেখছেন না!
“একটা সুবিধা হচ্ছে মুস্তাফিজ এগুলো সম্পর্কে কিছুই জানে না। ওকে নিয়ে যত কথা হচ্ছে, সেগুলো ও কিছুই কানে দেয় না। আর জানলেও এগুলো নিয়ে চিন্তা করে না। আমি শতভাগ নিশ্চিত। ওকে নির্ভার রাখার কিছু নেই। কারণ ও প্রেশার নেওয়ার ছেলেও না। এটা ওর জন্মগত পাওয়া।”
মাশরাফি জানালেন, মাঠের বাইরে ক্রিকেট বা ক্রিকেটের আলোচনা সামান্যই ভাবায় মুস্তাফিজকে।
“ওকে নিয়ে বেশি আলোচনা চাপ হতে পারে বলে কথা হচ্ছে; সে সম্পূর্ণ বিপরীত। এসব চিন্তার পুরো বাইরে। অনেক সময় দেখা যায়, অনেকেই বাইরে আলোচনা করলে ওগুলো নিয়ে মাথা ঘামায়, চিন্তা করে। মুস্তাফিজ সম্পূর্ণ উল্টো। ক্রিকেট মাঠে বোলিং করে, ম্যাচ খেলার পর ক্রিকেট নিয়ে ওর কোনো কথা নেই। খেয়ালও করে না যে ওকে নিয়ে কোনো কথা হচ্ছে কী হচ্ছে না।”
এবার অবশ্য মুস্তাফিজকে নিয়ে অনেক সতর্কই থাকবে ভারত। প্রথম দেখার বিস্ময়ের ধাক্কা থাকবে না। ভারতসহ সব দল মুস্তাফিজের বোলিং নিয়ে কাঁটাছেড়া যথেষ্টই করেছে। মুস্তাফিজের চ্যালেঞ্জটা তাই আরও কঠিন এবার।
মাশরাফির অবশ্য বিশ্বাস, মুস্তাফিজের বোলিং নিয়ে বিশ্লেষণ করেও খুব বেশি লাভ হবে না।
“ওর যে স্লোয়ারটা আছে, যেটা আমরা বলি কাটার, ও সেটা কয়েকভাবে করতে পারে। ম্যাচের আগে মুস্তাফিজ কখনোই কোনো ব্যাটসম্যান কিংবা কোনো দল নিয়ে চিন্তা করে না। নিজের যে বলগুলো আছে, সেগুলোতে ওর বিশ্বাস থাকে। ব্যাটসম্যান কি করবে, সেটা চিন্তা করে না। এটা ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যুদ্ধে জয়ী করে দেয়। ওকে নিয়ে আপনি হোম ওয়ার্ক করতে পারেন, তার পরও ওকে সামলানো খুব কঠিন হবে।”

Monday, February 22, 2016

পর্দায় দুই মাহি!

খোকন গ্লিটজকে জানান, “সিনেমাতে মাহিকে যমজ চরিত্রে দেখা যাবে। যেখানে একজনের নাম মাহি ও অন্যজনের নাম মিথিলা।”
দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য মাহিকে কেন বেছে নিলেন এমন প্রশ্নের জবাবে খোকন বলেন, “আমি তো সব সময় পরিচিত মুখদের নিয়েই কাজ করেছি। এটা তো নতুন বিষয় নয়। এখনকার সময়ে মাহি তো খুবই পরিচিত মুখ।”
সিনেমার গল্পে দেখা যাবে, দুই বোনের মধ্যে একজন মাদকাসক্ত কিন্তু আরেকজন বেশ শান্ত স্বভাবের। সিনেমার মাঝপথে এসে একজনকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে দেখা যাবে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন গীতিকার রফিকুজ্জামান।
সিনেমাতে মাহির বিপরীতে অভিনয় করবেন আরেফিন শুভ ও জায়েদ খান। এছাড়াও অভিনয় করছেন মিশা সওতাগর, আলীরাজ, নতুন।
সিনোমায় নায়কদের মধ্যে কে প্রাধান্য পাবে এমন প্রশ্নের জবাবে খোকন বললেন, “মাহি তো যমজ চরিত্রে অভিনয় করছে। সেক্ষেত্রে নায়িকা তো দুই জন। দুই নায়কের দুই নায়িকা। সেক্ষেত্রে এমন ধরনের বৈষম্যের কোনো সুযোগই তো নেই।”
সিনেমার নাম এখনও চূড়ান্ত করা হয়নি। নির্মাতা জানালেন, সব কিছু ঠিকঠাক চললে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমার পুরো শুটিং করা হবে বাংলাদেশে।