Connect The New World

Saturday, June 18, 2016

ক্যামেরা এবং সেলফি তোলার জন্য বেষ্ট কিছু এন্ড্রয়েড অ্যাপস


আমাদের দৈনন্দিন জীবনের টুকটাক ফটোগ্রাফির জন্য আমরা অনেকেই এখন আমাদের স্মার্টফোনকেই বেছে নেই।তাই এখন স্মার্টফোন কেনার আগে বেশিরভাগই এর ক্যামেরার দিকে বেশি গুরুত্ব দেয়।আমাদের স্মার্টফোনে বিল্ট-ইন ক্যামেরা অ্যাপ রয়েছে, তবে তাতে রয়েছে কিছু সীমাবদ্ধতা।তাই আমরা অনেক রকমের থার্ডপার্টি অ্যাপস ব্যবহার করি যা আমাদের সেইসব সীমাবদ্ধতা অনেকটাই দূর করে থাকে।
প্লেস্টোরে বেশ কিছু এ্যপস রয়েছে যা মুলত ক্যামেরা এবং সেলফির জন্য।তবে এদের মধ্যে কিছু অ্যাপস রয়েছে যা আসলেই বেষ্ট।তাদের মধ্যে টপ ৫টি অ্যাপস শেয়ার করা হল:

ক্যামেরা অ্যাপস
1. Camera FV-5 [price $3.95]
2. DSLR Camera Pro [price $2.90]
3. Camera Zoom fx premium [price $0.91]
4. Camera 360 ultimate [price free]
5. Camera MX [price free]
.
.
সেলফি অ্যাপস
1. YouCam Perfect [price free]
2. Retrica [price free]
3. Line Camera [price free]
4. Candy Camera [price free]
5. Frontback [price free]

No comments:

Post a Comment